কোস্টারিকার পররাষ্ট্র মন্ত্রী ব্রুনো স্টাগনো উগার্টে ১৫ জুলাই বলেন, কোস্টারিকা এ সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে নেট্রো ক্যারিবে তেল পরিকল্পনায় অংশ নেয়ার আবেদন করেছে। কোস্টারিকা আশা করে, এই পরিকল্পনার অন্যান্য সদস্য দেশের সঙ্গে বহুপক্ষীয় আলোচনার পর আগামী ডিসেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে এই পরিকল্পনায় অংশ নিতে পারবে।
কোস্টারিকার পরিবেশ ও জ্বালানী সম্পদ মন্ত্রী রোবার্টো ডোব্লেস বলেন, ক্যারিবে তেল পরিকল্পনায় নির্ধারিত অর্থ সংগ্রহ ও সহযোগিতার শর্ত সদস্য দেশগুলোর জন্য সহায়ক। সেজন্য ক্যারিবে তেল পরিকল্পনার আনুষ্ঠানিক সদস্য দেশে পরিণত হওয়া কোস্টারিকা জ্বালানী সম্পদের নিরাপত্তা রক্ষার জন্য অনুকূল।
ছাই ইউয়ে
|