১৫ জুলাই স্পেনের পার্লামেন্টে লিসবন চুক্তি গৃহীত হয়েছে। এ পর্যন্ত ই ইউ'র ২৭টি সদস্য দেশের ২৩টিতে এই চুক্তি গৃহীত হয়েছে।
স্পেনের পররাষ্ট্র মন্ত্রী মিগুয়েল অ্যান্ঞ্জেল মোরাতিনোস বলেন, স্পেনের পার্লামেন্টে লিসবন চুক্তি গৃহীত হওয়া ই ইউ'র সংস্কার প্রক্রিয়া উন্নয়নের জন্য অনুকূল। ২৬ জুন স্পেনের প্রতিনিধি পরিষদে এই চুক্তি গৃহীত হয়েছে। জানা গেছে, এর পর স্পেনের রাজা প্রথম হুয়ান কার্লোস এই চুক্তি স্বাক্ষর করার পর পুরো অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
ই ইউ পরিষদের চেয়ারম্যান হোসে বারোসো এদিন এক বিবৃতিতে স্পেনের সিনেটে লিসবন চুক্তি অনুমোদনের জন্য অভিনন্দন জানান।
অন্য আরেক খবরে জানা গেছে, এদিন ই ইউ'র পালাক্রমিক চেয়ারম্যান ও ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেন, আয়ারল্যান্ডের উচিত লিসবন চুক্তি নিয়ে পুনরায় গণভোট করা। যাতে আগামী বছরে ই ইউ পরিষদ নির্বাচনের আগে ই ইউ'র সংস্কার সম্পন্ন হয়।
ছাই ইউয়ে
|