১৬ জুলাই চীনে নিযুক্ত জাতিসংঘের কয়েকটি সংস্থা বিভিন্ন দেশকে চীনের ওয়েন ছুয়ান ভয়াবহ ভূমিকম্পের পুনর্গঠন কাজে সহায়তার জন্য ৩ কোটি ৩৫ লাখ মার্কিন ডলারের আর্থিক সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছে। এর মধ্যে রয়েছে বসতি স্থানান্তর, পানি ও স্বাস্থ্য, শিক্ষাদান এবং পরিবেশসহ ৯টি ক্ষেত্র।
চীনে জাতিসংঘ সমন্বয় প্রতিনিধি খালিদ মালিক এ দিন এক সংবাদ ব্রিফিং-এ বলেন, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় আশা করে, চীন যত তাড়াতাড়ি সম্ভব দুর্যোগ পরবর্তী পুনর্গঠন কাজ সম্পন্ন করবে এবং তারা সাধ্যানুযায়ী চীনকে সমর্থন করবে।
এ পর্যন্ত জাতিসংঘ চীনকে ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের সম পরিমান সাহায্য দিয়েছে।
খোং চিয়া চিয়া
|