১৫ জুলাই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও পেইচিং-এ বলেছেন, চীন সব সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে কর্তৃপক্ষ পর্যায়ের যে কোনো যোগাযোগের বিরোধিতা করে।
তাইওয়ানের তথ্য মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তাইওয়ান অঞ্চলের নেতা মা ইং চিউ আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্র হয়ে মধ্য ও দক্ষিণ আমেরিকা সফরে যাবেন। সংবাদদাতাদের প্রশ্নোত্তরে তিনি বলেন, তাইওয়ান প্রণালীর পরিস্থিতির যে ধরনের পরিবর্তনই হোক না কেনো, এক চীন নীতি পরিবর্তিত হবে না। চীন আশা করে যুক্তরাষ্ট্র একচীন নীতি কার্যকরভাবে মেনে চলবে এবং চীন-মার্কিন ৩টি যুক্ত ইস্তাহারের প্রতিশ্রুতি অনুযায়ী সতর্কতার সঙ্গে এবং যথোচিতভাবে সংশ্লিষ্ট সমস্যার ব্যাপারে ব্যবস্থা নেবে।
খোং চিয়া চিয়া
|