১৫ জুলাই দুপুর ১২টা পর্যন্ত চীনের প্রতি দেশী-বিদেশী বিভিন্ন মহলের চাঁদা ও সামগ্রীর মোট মূল্য ৫৭.৪ বিলিয়ন ইউয়ান রেনমিনপি ছাড়িয়ে গেছে। ইতোমধ্যেই ভূমিকম্প-কবলিত অঞ্চলকে দেয়া চাঁদা ও সামগ্রীর মূল্য মোট ২০.৯ বিলিয়ন ইউয়ান রেনমিনপি।
চীনের গণ-প্রশাসনিক দফতরের রিপোর্ট থেকে জানা গেছে, ১৫ জুলাই দুপুর ১২টা পর্যন্ত চীনের ওয়েন ছুয়ান ভূমিকম্পে মোট ৬৯ হাজার ১৯৭ জন নিহত, ৩লাখ ৭৪ হাজার ১৭৬ জন আহত হয়েছেন এবং অন্য ১৮ হাজার ২৬৩ জন নিখোঁজ হয়েছেন।
চীনের অর্থমন্ত্রণালয়ের রিপোর্ট থেকে জানা গেছে, ১৫ জুলাই দুপুরে ১২টা পর্যন্ত ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ কাজের জন্য চীনের বিভিন্ন সরকার মোট ৫৯ বিলিয়ন ইউয়ান রেনমিনপি বরাদ্দ করেছে(লিলি)
|