v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-15 18:12:21    
চীন ভূমিকম্প পরবর্তী পুনর্গঠনে বিদেশের অংশ গ্রহণকে স্বাগত জানায়

cri
     চীনের সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ানে ভয়াবহ ভূমিকম্পের পর দু মাস পার হয়ে গেছে । ভূমিকম্প দুর্গত অঞ্চলের পুনর্গঠন কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে । ১৪ জুলাই পেইচিংয়ে অনুষ্ঠিত ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন সম্পর্কিত একটি আলোচনা সভায় চীনের কর্মকর্তারা জানান , ভূমিকম্প দুর্গত অঞ্চলের পুনর্গঠনে চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণকে স্বাগত জানায় ।

     ১২ মে চীনের সি ছুয়ানের ওয়েন ছুয়ানে আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে । দশ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছে । দুর্গত অঞ্চলের আয়তন এক লাখ বর্গকিলোমিটারেরও বেশি । ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠার পর এবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সবচেয়ে ব্যাপক , দুর্গত অঞ্চলের আওতা সবচেয়ে বড় এবং উদ্ধার ও ত্রানকাজ সবচেয়ে কঠিন । দুর্গত অঞ্চলেরভূমিকম্প পরবর্তী পুনর্গঠন এক কঠিন ব্যাপার । এতে বিপুল পরিমান অর্থবরাদ্দ ছাড়াও জরুরী ভিত্তিতেবিদেশের উন্নত প্রযুক্তি ও ব্যবস্থাপনাযবস্থা আমদানি করতে হবে ।

     এ সমস্যা সমাধানের জন্য ১৪ জুলাই চীন সরকার ও চীনে জাতিসংঘ সংস্থাগুলোর উদ্যোগে পেইচিংয়ে ভূমিকম্প পরবর্তী পুনর্গঠনের অভিজ্ঞতা সম্পর্কিত একটি আলোচনা সভার আয়োজন করা হয় । আলোচনা সভায় বিভিন্ন দেশের দুর্যোগোত্তর পুনর্গঠন ক্ষেত্রের বিশেষজ্ঞরা পুনর্গঠনে বিদেশের অভিজ্ঞতা কাজে লাগানো , পুনর্গঠনে টেকসই উন্নয়ন, স্থানীয় অর্থনীতি পুনপ্রতিষ্ঠা ও গণ সেবা ব্যবস্থা পুনপ্রতিষ্ঠাসহ নানা বিষয়ে মত বিনিময় করেছেন ।

    আলোচনা সভায় বৃটেনের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ জন লেই ভূমিকম্পের পর চীন সরকারের উদ্ধার ও ত্রাণ কাজের গভীর মূল্যায়ন করেছেন । তিনি বলেন , অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর তুলনায় চীন সরকার ভূমিকম্পেরপর অল্প সময়ের মধ্যে উদ্ধার ও ত্রাণ কাজ শুরু করেছে । এতে চীন সরকারের রাজনৈতিক দায়িত্ববোধ ও সংকল্প প্রতিফলিত হয়েছে ।

    সি ছুয়ান , সান সি ও কান সু প্রদেশের দুর্গত অঞ্চলের সরকারী কর্মকতারাও এ আলোচনা সভায় অংশ নিয়েছেন । সান সি প্রদেশের বাণিজ্য ব্যুরোর কর্মকর্তা হুয়াং সুই লিং বলেন , সান সি প্রদেশ এখন ভূমিকম্প পরবর্তী পুনর্গঠনের পরিকল্পনা প্রণয়ন করছে , এ ক্ষেত্রে সান সি প্রদেশআন্তর্জাতিক সম্প্রদায়ের উন্নত অভিজ্ঞতা কাজে লাগাতে চায় । তিনি বলেন , এই আলোচনা সভায় দুর্যোগ পরবর্তী পুনর্গঠনের অনেক পন্ডিত ও বিশেষজ্ঞ অংশ নিয়েছেন । বিদেশের উন্নত অভিজ্ঞতা সান সি প্রদেশের পুনর্গঠন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তাবায়নে সহায়ক হবে ।

    চীনের সহকারী বাণিজ্য মন্ত্রী ছিউ হোন বলেন , ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন এক দীর্ঘস্থায়ী কাজ । চীন সরকার এ কাজকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে । ভূমিকম্পের ২৫ দিন পরই চীনের রাষ্ট্রীয় পরিষদ ' ওয়েন ছুয়ানের ভূমিকম্প পরবর্তী পুনর্গঠন পরিকল্পনা' প্রণয়ন করেছে , এতে দুর্গত অঞ্চলের পুনর্গঠনের মূলনীতি ও প্রধান কর্তব্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে । তিনি বলেন , চীন সরকার ও জনগণ দুর্গত অঞ্চলের পুনর্গঠনে সক্রিয়ভাবে অংশ নেবে এবং এ কাজে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণকে স্বাগত জানায় । তিনি বলেন , চীন সরকার ও জনগণ নিজের শক্তির উপর নির্ভর করে দুর্গত অঞ্চলের পুনর্গঠনে অংশ নেয়ার পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়েরঅংশ গ্রহণকে স্বাগত জানায়। চীন আশা করে বিভিন্ন দেশ দুর্গত অঞ্চলের পুনর্গঠনে অর্থ সংগ্রহ ও ব্যবস্থাপনা ক্ষেত্রের অভিজ্ঞতা চীনের দুর্গত অঞ্চলের পুনর্গঠনে ব্যবহার করে চীনকে আরো বেশি সমর্থন ও সাহায্য দিতে পারবে ।

    কিছু দিন আগে যুক্তরাষ্ট্রের অতিথিদের সঙ্গে এক সাক্ষাত্কারে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও বলেন , দুর্গত অঞ্চলের পুনর্গঠনে চীন উন্মুক্তকরণ ও সবার ওপরে মানুষ সত্য --এ দৃষ্টিকোন অনুসারে নিজের জন্মস্থান পুনর্গঠনে দুর্গত অঞ্চলের অধিবাসীকে সাহায্য করবে । চীন আশা করে এক্ষেত্রে আমরা বিভিন্ন দেশের সমর্থন ও সাহায্য পাবো।