সম্প্রতি চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটি এবং গৃহ ও শহর নির্মাণ বিষয়ক মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে যে, চীন সরকার মধ্য পশ্চিমাঞ্চলে নবনির্মিত স্বল্প ভাড়ার গৃহ সহায়তার জন্য ২ বিলিয়ন ইউয়ানের বরাদ্দ দেবে।
তারা জোর দিয়ে বলেছে , মধ্য পশ্চিমাঞ্চলে স্বরূপ ভাড়ার গৃহ খাত ও এর অর্থ ব্যবস্থাপনা জোরদার করতে হবে, যাতে প্রকল্পটির গুণগত মান সুনিশ্চিত করা যায়।
স্বরূপ ভাড়ার গৃহ ব্যবস্থা হচ্ছে দরিদ্র পরিবারের জন্য বসতি খাতে সরকারের ভর্তুকি নীতির একটি অংশ। চীন সরকারের পরিকল্পনা অনুযায়ী এ বছরের শেষ দিক পর্যন্ত চীনের সকল শহর এবং থানায় স্বল্প ভাড়ার গৃহ ব্যবস্থা পুরোদমে চালু হবে। ২০১০ সাল নাগাদ এর আওতা আরও সম্প্রসারিত হবে। --ওয়াং হাইমান
|