১৫ জুলাই চীনের উত্তর-পূর্বাঞ্চলের চি লিন প্রদেশের সোং ইউয়ান শহরে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর শুরু হয়েছে। এদিন সকাল ৭টা ১৫ মিনিটে সোং ইউয়ান শহরের অলিম্পিক পার্ক মশাল হস্তান্তর অনুষ্ঠান শুরু হয়।
এই হস্তান্তরে প্রথম মশালবাহক ছিলেন সোং ইউয়ান শহরের প্রথম কার্যমেয়াদের মেয়র লি সু। ১১০জন মশালবাহকের হাতঘুরে চূড়ান্ত স্থান-- তুং চেন মহাচত্বরে গিয়ে এবারের মশাল হস্তান্তর শেষ হয়। এর মোট দৈর্ঘ্য ছিল ৮.২৫ কিলোমিটার।
এবারের মশাল হস্তান্তরে সোং ইউয়ান শহরের মান জাতির কে কে নাচ পরিবেশিত হয়। একই সঙ্গে এতে মোট ২০০৮টি 'হর্স হেড স্ট্রিং ইনস্টুমেন্টের ' যন্ন সঙ্গীতের সঙ্গে যৌথ অভিনয় অনুষ্ঠিত হয়। যা নতুন বিশ্ব রেকর্ডও সৃষ্টি করেছে।
এদিন বিকালে চি লিন প্রদেশের চি লিন শহরে পেইচিং অলিম্পিক গেমসের মশাল হস্তান্তর শুরু হবে।--ওয়াং হাইমান
|