v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-15 09:57:51    
পেইচিং অলিম্পিক গেমস আমাদেরও গৌরব:ভারতীয় শ্রোতা

cri

    সি আর আই সুর্যোদয় লিসনার্স ক্লাবের চেয়ারম্যান শাহিদ আজমি নয়াদিল্লীর "হিন্দুস্তান এক্সপ্রেস" পত্রিকায় কাজ করেন । তিনি সেখানে ক্রীড়া খবর সংগ্রহের দায়িত্বে নিয়োজিত । তিনি পেইচিংয়ে এসে নিজের চোখে অলিম্পিক দেখতে পারবেন না । তারপর পেইচিং অলিম্পিক গেমস নিয়ে কথা বলতে পেরে আজমি খুব খুশি । তিনি বলেন :

    অলিম্পিক গেমস এশিয়ায় এবং আমাদের প্রতিবেশী দেশে আয়োজিত হবে বলে আমরা খুব খুশি । পেইচিং অলিম্পিক গেমস শুধু পেইচিংয়ের গৌরব নয় , ভারতেরও গৌরব । আমরা অলিম্পিক গেমসের আয়োজনের জন্য মহা খুশি ।

    আমির আহমদও চীন আন্তর্জাতিক বেতারের হিন্দি ভাষার অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা । ভারতে আমাদের সংবাদদাতাকে অলিম্পিক সম্পর্কে নিজের ভালোবাসার কথা জানানোর জন্য তিনি বিশেষ করে উত্তর প্রদেশ থেকে নয়াদিল্লীতে যান । তিনি আমাদের সংবাদদাতাকে পেইচিং অলিম্পিক সম্পর্কে নিজের মতামত এবং অলিম্পিকের জন্য চীনা জনগণের অবদানের জন্য ব্যক্তিগত কৃতজ্ঞতা জানিয়েছেন । তিনি বলেন :

    পেইচিং অলিম্পিক গেমস বিভিন্ন দেশের খেলোয়াড়দের জন্য মূল্যবান সুযোগ এনে দিয়েছে । চীনের খেলোয়াড়রা প্রতিবার অলিম্পিক গেমসে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন । তারা অনেক পদক পেয়েছেন । আমরা তাদের সাফল্যে আনন্দিত ।

    পেইচিং অলিম্পিক ঘনিয়ে আসার পাশাপাশি পেইচিং ও বিশ্ব জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে । এ ক্ষেত্রে চীন আন্তর্জাতিক বেতার বিদেশি শ্রোতা বন্ধুদের পেইচিং এবং পেইচিং অলিম্পিককে জানার সবচেয়ে সহজ এবং ভালো মাধ্যম । সি আর আইয়ের অনুষ্ঠানে অলিম্পিক সম্পর্কিত খবরের পাশাপাশি বিভিন্ন ভাষার অনুষ্ঠানের মধ্যে অলিম্পিক ও ক্রীড়া সম্পর্কিত বিশেষ অনুষ্ঠানও ভারতের শ্রোতা বন্ধুদের প্রশংসা পেয়েছে । আজমি সবসময় বন্ধুদের সঙ্গে পেইচিং অলিম্পিক সম্পর্কিত তথ্য বিনিময় করেন এবং সি আর আইয়ের অলিম্পিক অনুষ্ঠান শোনার অনুভূতি বিনিময় করেন । সংবাদদাতার সঙ্গে আলাপের সময় তিনি অলিম্পিক চলাকালে সি আর আইয়ের অনুষ্ঠান শুনে বিভিন্ন প্রতিযোগিতার তথ্য জানার ইচ্ছাও প্রকাশ করেছেন । তিনি বলেন :

    আমরা সবসময় পেইচিং অলিম্পিক গেমস সম্পর্কিত তথ্যের দিকে খেয়াল রাখি , আমরাও বিশেষ করে চীন আন্তর্জাতিক বেতারের অলিম্পিক গেমস সম্পর্কিত অনুষ্ঠান শুনি । আমি বিশ্বা করি অলিম্পিক শুরুর পর আমরা সি আর আইয়ের অনুষ্ঠানের মাধ্যমে আরো বেশি অলিম্পিক তথ্য পেতে পাবো ।

    আমির আহমদের সি আর আই লিসর্নাস ক্লাবের বন্ধুরা নিজেরাও অনেক অনুষ্ঠানের আয়োজন করেছেন । অনুষ্ঠানে তারা একসঙ্গে ক্রীড়া , অলিম্পিক এবং সমাজ ও জীবনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন । আমির বলেন :

    আমাদের ক্লাবের সদস্যরা একসাথে পেইচিং অলিম্পিকের বিষয় নিয়ে আলোচনা করেন । পেইচিং অলিম্পিকের "এক বিশ্ব , এক স্বপ্ন" শ্লোগান আমাদের খুব পছন্দ । আমরাও সি আর আইয়ের অলিম্পিক অনুষ্ঠান শুনতে ভালোবাসি ।

    আজমি ও আমির বলেন , বিভিন্ন তথ্য মাধ্যমের রিপোর্ট ভারতের বহু সাধারণ মানুষের পেইচিং অলিম্পিক সম্পর্কিত উপলব্ধিও বাড়িয়েছে । বিশেষ করে

    হ্যাঁ, সত্যি , "এক বিশ্ব , এক স্বপ্ন" এ শ্লোগান চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বে ছড়িয়ে পড়েছে । আরো বেশি শ্রোতা বন্ধু এ শ্লোগান জেনেছেন । আমাদের বিশ্বাস , পেইচিং অলিম্পিকের প্রতিযোগিতা মঞ্চ বিশ্ব জনগণের "এক বিশ্ব , এক স্বপ্ন" বাস্তবায়নের একটি মঞ্চে পরিণত হবে ।