মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের ফেডারেল ন্যাশনাল মর্টগেজ এসোসিয়েশন এবং ফেডারেল হোম লোন মর্টগেজ করপোরেশন - দু'টি গৃহ ঋণ সংস্থাকে অর্থ সাহায্য দিচ্ছে , যাতে এ দুটো আর্থিক সংস্থার অর্থাভাবের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতির ক্ষতি না হয় । ১৩ জুলাই মার্কিন অর্থ মন্ত্রণালয় ও ফেডারেল রিজার্ভ এ কথা জানিয়েছে ।
এ দিন মার্কিন অর্থ মন্ত্রী হেনরি পলসন বলেন , যুক্তরাষ্ট্রের গৃহ ঋণ ব্যবস্থায় এ দুটি সংস্থা শেয়ার ব্যবস্থাভিত্তিক কোম্পানি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । বর্তমানে মার্কিন গৃহায়ন বাজারে পুনর্গঠনের কাজ চলছে । এ দুটো আবাসিক ঋণ সংস্থাকে অর্থ সাহায্য দেয়া অত্যন্ত প্রয়োজন । অর্থ মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিয়েছে যে , প্রয়োজন হলে মার্কিন সরকার এ দুটি সংস্থার শেয়ার কিনবে ।
ফেডারেল রিজার্ভের বিবৃতিতে বলা হয় , প্রয়োজন হলে ফেডারেল রিজার্ভ বাণিজ্যিক ব্যাংকের মতো এ দুটি সংস্থাকে প্রত্যক্ষ ঋণ দেবে , যাতে তাদের অর্থাভাবের সমস্যা নিরসন করা যায় । (থান ইয়াও খাং)
|