v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-14 19:31:53    
আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা গ্রহণ করবেন

cri
    বাংলাদেশের বগুড়া জেলার শ্রোতা মো: আবুল হোসেন তার চিঠিতে লিখেছেন, আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা গ্রহণ করবেন। আমি একজন পুরনো শ্রোতা। আমি দীর্ঘ ১৮ বছর ধরে সি আই আর বাংলা বিভাগে চিঠি লিখে আসছি এবং প্রতি বছর প্রতিটি সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে আসছি। তবে দুঃখের বিষয় আমি বা আমার পরিবারের কেউ একটি পুরস্কার পাই নি। এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে হ্যাঁ এবার চীনে ২০০৮ এর যে বিশ্ব অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে সে উপলক্ষে "মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস" নামের সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় আমি অংশ নিয়েছি । আমার বিশ্বাস আমি পুরস্কার এবার পাবোই।

    আবুল হোসেন ভাই, আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা । দীর্ঘ দিন ধরে আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আপনি একবারও আমাদের আয়োজিত সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় পুরস্কার পাননি বলে আমরা খুব দুঃখিত। আশা করি এবার আপনি পুরস্কার পাবেন। আপনার মতো ভক্ত শ্রোতা পাওয়া আমাদের সৌভাগ্য। আশা করি আগের মতো ভবিষ্যতেও আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। চীন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে এবং সি আর আই বাংলা অনুষ্ঠান সম্পর্কে কোন পরমর্শ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।শ্রোতাদের আন্তরিক সহযোগিতা ছাড়া আমাদের বাংলা অনুষ্ঠানের উন্নতি অসম্ভব ।

শ্রোতা বন্ধুরা, এখন শুনুন একটি বাংলা গান ।

    রাজশাহী জেলার শ্রোতা শ্রী অশোক কুমার ঘোষ তার চিঠিতে লিখেছেন, আমি অনেক দিন যাবত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনে আসছি। সে হিসেবে আমি আপনাদের একজন পুরোনো শ্রোতা , কিন্তু নতুন চিঠি লেখক। নতুন শ্রোতা হিসেবে আমাকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে ঠাঁই দিলে আমি অত্যন্ত আনন্দিত হব। আসলে সত্যি কথা বলতে কি বাংলা বেতারের সব অনুষ্ঠানই আমার ভাল লাগে। আর ভাল লাগে বলেই আমি আর বসে না থেকে চিঠি লিখে পাঠালাম আপনাদের উদ্দেশ্যে।

    প্রিয় বন্ধু , ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনার জন্য । আমাদের একজন পুরোনো শ্রোতা হলেও আপনি এর আগে খুব কম চিঠি লিখেছেন। আশা করি এখন থেকে নিয়মিত আমাদের কাছে চিঠি লিখবেন। চীন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে বা আমাদের সি আর আই সম্পর্কে কোন পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না । কারণ বাংলা অনুষ্ঠানের উন্নতির জন্য আপনার আন্তরিক সহযোগিতা খুব দরকার।

     পাবনা জেলার শ্রোতা শামসুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। কিন্তু ব্যস্ততার কারনে নিয়মিত চিঠি লেখা হয়নি। তাই কিছুটা সময় করে এই লেখা। আপনারা সবই ভাল আছেন তো? আপনাদের বাংলা অনুষ্ঠান আগের চাইতে অনেক উন্নত হয়েছে। অনুষ্ঠান উপস্থাপনের মানও আগের চেয়ে ভালো হয়েছে। আপনাদের প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হল, মুখোমুখি, মিতালী, চীনা ভাষা শেখা এবং চলুন বেড়িয়ে আসি। মুখোমুখি অনুষ্ঠানের মাধ্যেমে আমি চীন সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি। মিতালী অনুষ্ঠানের মাধ্যমে আমি সি আর আই সম্পর্কে শ্রোতাদের মতামত ও পরামর্শ শুনতে পেরেছি। চীনা ভাষা শেখার অনুষ্ঠানের মাধ্যমে আমি ক্লাসে না গিয়ে চীনা ভাষা শিখতে পারি। চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানের মাধ্যমে আমি চীনের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে পারি। কি চমত্কার অনুষ্ঠান!

    শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান এত মন দিয়ে শোনার জন্য। আমরা ভালভাবে জানি, আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করা উচিত। এই অনুষ্ঠান আরও ভালো করার জন্যে শ্রোতাদের আন্তরিক সহযোগিতা খুব প্রয়োজন। আশা করি, নিয়মিত আমাদের বাংলা অনু্ষ্ঠান শুনবেন। কোন মতামত ও পরার্মশ থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। চীন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে চিঠি লিখে জানাবেন। আমাদের মুখোমু্খি অনু্ষ্ঠানে আপনার প্রশ্নের উত্তর দেয়া হবে।

    বগুড়া জেলার শ্রোতা মোঃ আমিনুল ইসলাম তাঁর চিঠিতে লিখেছেন, সি আর আই আমার প্রিয় বেতার। আমি নিয়মিত সি আর আই –এর বাংলা অনুষ্ঠান শুনে থাকি। আপনাদের বাংলা অনুষ্ঠান আমার কাছে খুব মজা লাগে। আমি নিয়মিত আপনাদের সঙ্গে যোগাযোগ রাখি। আশা করি আমার সব চিঠি আপনারা পাচ্ছেন।

   শ্রোতা বন্ধু , ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। অনেক সুন্দর সুন্দর চিঠি লিখেছেন। ঠিচি লেখার জন্য ধন্যবাদ। আশা করি আগের মত ভবিষ্যতেও আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমাদের অনুষ্ঠান আরও ভালো করার জন্য আপনার মতো ভক্ত শ্রোতার আন্তরিক সহযোগিতা দরকার।

এখন একটি বাংলা গান শুনবেন।

    সুনামগঞ্জ জেলার শ্রোতা মো: শাহদত হোসেন তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের একজন পুরানো শ্রোতা। ছাত্রাবস্থায় আপনাদের কাছে নিয়মিত লিখতাম। সম্প্রতি আবার লেখা শুরু করেছি। আমি মনে করি, অনুষ্ঠান শুনার পাশাপাশি নিয়মিত ডাক যোগাযোগও থাকা দরকার। আমি মূলত আপনাদের সকালে প্রচারিত অনুষ্ঠান শুনে থাকি। জরুরী কথা হলো: আমি আপনাদের তালিকাভুক্ত শ্রোতা হতে চাই। এ ছাড়া আমি একটি শ্রোতা সংঘের সভাপতি। ক্লাবটি বেশ কিছু দিন যাবত নিষ্ক্রিয়, এখন এটিকে আমি সক্রিয় করতে চাই। সে জন্যে আপনাদের সঙ্গে যোগাযোগের অপেক্ষায় রইলাম।

    প্রিয় শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনান জন্য। আপনি সত্যিই আমাদের একজন ভক্ত শ্রোতা। আসলে আপনি ইতোমধ্যেই আমাদের একজন তালিকাভুক্ত শ্রোতা । আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠিপত্র পেয়ে থাকি। আমরা জানি, আপনি মন দিয়ে আমাদের অনুষ্ঠান শুনে থাকেন। এ জন্য আমরা খুব মুগ্ধ হয়েছি।আশা করি, আগের মতো ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান শুনবেন। কোন মতামত থাকলে, আমাদের কাছে চিঠি লিখে জানাবেন। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে শ্রোতাদের পরামর্শ খুবই দরকার। তাই নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে আশা করছি।

    প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আমাদের প্রতি রবিবারের বিশেষ অনুষ্ঠান শ্রোতা সন্ধ্যা। শ্রোতা সন্ধ্যা আপনাদের নিজস্ব অনুষ্ঠান। চীন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে বা সি আর আই সম্পর্কে কোন পরামর্শ থাকলে আমাদের চিঠি লিখতে ভুলবেন না।