চীনের কেন্দ্রীয় ব্যাংক—চীনা গণ ব্যাংকের ১৪ জুলাইয়ের একটি পরিসংখ্যানে জানা গেছে, প্রথম ৬ মাসে চীনের আর্থিক সংস্থাগুলোর রেনমিনপির আমানতের দ্রুত বেড়েছে এবং ঋণের প্রবৃদ্ধির হার স্থিতিশীল হয়েছে। কেদ্রীয় ব্যাংক বলেছে, প্রথম ৬ মাসে চীনের আর্থিক প্রবনতা সামগ্রিকভাবে স্থিতিশীল।
নতুন প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, প্রথম ৬ মাসে চীনের আর্থিক সংস্থাগুলোর রেনমিনপির আমানত প্রায় ৫ ট্রিলিয়ন ইউয়ান বেড়েছে। গত বছরের তুলনায় যা ১.৫ ট্রিলিয়ন ইউয়ান বেশি। পাশাপাশি রেনমিনপি ঋণও প্রায় ২.৫ ট্রিলিয়ন বেশি। গত বছরের তুলনায় যা ৯ হাজার কোটি ইউয়ান কম।
তাছাড়া জুন মাসের শেষ নাগাদ চীনের বৈদেশিক মুদ্রার মজুদের রাষ্ট্রীয় বিজার্ভের স্থিতির পরিমান ১.৮ ট্রিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। গত বছরের একই সময়ের চেয়ে যা ৩০ শতাংশ বেশি। তবে জুন মাসে বৈদেশিক রিজার্ভের প্রবৃদ্ধি হার কিছুটা ধীর গতির ছিল।
খোং চিয়া চিয়া
|