দু মাস আগে চীনের সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান অঞ্চলের ভয়াবহ ভূমিকম্পের কারণে এ প্রদেশের পর্যটন শিল্প ব্যাহত হয়েছিল । এখন ভূমিকম্পে গুরুতর ক্ষতিগ্রস্ত আবা বিভাগ ছাড়া সকল দর্শনীয় স্থান পর্যটকদের জন্য আবার উন্মুক্ত হয়েছে । ১২ জুলাই এ প্রদেশের পর্যটন ব্যুরো এ খবর দিয়েছে ।
উন্মুক্ত দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভূমিকম্পে মিয়ান ইয়াং ও তে ইয়াংসহ ছ'টি গুরুতর ক্ষতিগ্রস্ত অঞ্চল এবং অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত ছেংতু সমতল ভূমি , সিছুয়ান প্রদেশের পশ্চিম ও পূর্বাঞ্চল অন্তর্ভুক্ত ।
খবরে জানা গেছে , অবকাঠামো ব্যবস্থা , সড়ক , সংশ্লিষ্ট বিভাগ হোটেল ও দর্শনীয় স্থানের আশেপাশের বাড়িঘরের নিরাপত্তা সার্বিক যাচাই ও পরীক্ষার পর এ সব দর্শনীয় স্থান পর্যটকদের জন্য আবার উন্মুক্ত করা হয়েছে । (থান ইয়াও খাং )
|