|
|
(GMT+08:00)
2008-07-13 19:26:04
|
চীনের ভূমিকম্প পরবর্তী পরিবেশ মূল্যায়নে বিশ্ব ব্যাংক ১০ লাখ মার্কিন ডলার দান করেছে
cri
১৩ জুলাই পিপলস ডেইলি পত্রিকার খবরে জানা গেছে, চীনের পরিবেশের ওপর ভূমিকম্পের প্রভাব মূল্যায়ণের জন্য সম্প্রতি বিশ্ব ব্যাংক বিশ্ব পরিবেশ তহবিল থেকে চীনকে ১০ লাখ মার্কিন ডলার দান করেছে। পরিবেশের ওপর ভূমিকম্পের প্রভাব তদন্ত করা ও সিছুয়ান প্রদেশের ৫টি ভূমিকম্প দুর্গত জেলার রাসায়নিক দ্রব্য ও বিষাক্ত গ্যাস নিগর্মন থেকে পরিবেশের ক্ষতি ও ঝুঁকি মূল্যায়ণ করার জন্য এ তহবিল ব্যবহার করা হবে। সংশ্লিষ্ট পক্ষ মূল্যায়নের ফলাফল অনুযায়ী পরিবেশের ওপর প্রভাব কমানোর পদক্ষেপ নেবে। তা ছাড়া, জনসাধারণের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা রক্ষার পদক্ষেপ সংক্রান্ত প্রশিক্ষণ দিতে হবে।
|
|
|