সাত বছর আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে পেইচিংয়ের দাখিল-করা " অলিম্পিক গেমস আয়োজনের আবেদন সম্পর্কিত রির্পোট" এবং এর পর স্বাক্ষরিত " অলিম্পিক গেমসের স্বাগতিক শহরগুলোর চুক্তিকে" আর্ন্তজাতিক অলিম্পিক কমিটির কাছে পেইচিংয়ের দেয়া প্রতিশ্রুতি বলে বিবেচনা করা হয়। আজ থেকে পেইচিং অলিম্পিক শুরু হতে আর মাত্র ২৫ দিন বাকী। পেইচিং কী তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে? এগিয়ে এখন শুনুন চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতার লেখা একটি রেকডিংভিত্তিক প্রতিবেদন।
পেইচিং অলিম্পিক গেমস আয়োজনের আবেদন অনুমোদিত হওয়ার সাত বছরে চীন বেশ কয়েকটি প্রতিযোগিতা ভ্যন্যু নির্মান করেছে । বতর্মানে ৩৭টি ভেন্যুর নির্মান কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। এগুলোর মধ্যে "বার্ড নেস্ট" ও " ওয়াটার কিউব" বিশেষভাবে উল্লেখযোগ্য। এবারের অলিম্পিক গেমের প্রধান ভেন্যু হিসেবে " বার্ড নেস্টের " বৈশিষ্ট্যেময় ডিজাইন ও চেহারা ব্যাপক প্রশংসা পেয়েছে । এই স্টেডিয়াম নির্মানের দায়িত্বশীল কর্মকর্তা ঠাং শিও ছুন বলেছেন,
" বার্ড নেস্টের" ইস্পাত কাঠামোতে শুধু ঝালাইয়ের মাঝখানে ফাঁকের দৈর্ঘ্যই ৩২০ কিলোমিটার। ১১০০জন ঝালাই মিস্ত্রি এক বছরেরও বেশী সময় কাজ করেছেন। ঝালাইয়ের কাজের দক্ষতার মান এক শো ভাগ । চীনের স্থাপত্য ইতিহাসে এটি একটি বিস্ময়। "
গত সাত বছরে পেইচিং শহরের পরিবহন ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। পেইচিং শহরের পরিবহন ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা লি ছেন রি বলেছেন, অলিম্পিক গেমস চলাকালে পেইচিং শহরে গাড়ীর নম্বর অনুযায়ী গাড়ীগুলো পালা করে রাস্তায় চলাফেলা করবে। তা ছাড়া অলিম্পিক গেমসের জন্য রাস্তায় বিশেষ লেন স্থাপিত হয়েছে। ক্রীড়াবিদদের থাকার জায়গা থেকে প্রতিযোগিতার ভেন্যুগুলোতে পৌঁছতে ৩০ মিনিটেরও কম সময় লাগবে। তিনি বলেন,
" এই বিশেষ লেনের দৈর্ঘ্য ২৮৫.৭ কিলোমিটার হবে বলে অনুমান করা হচ্ছে। এগুলো বিশেষ লেন প্রধানত প্রতিযোগিতার ভেন্যো , প্রশিক্ষণের ভেন্যু এবং তথ্য বিফ্রিং কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় যাওয়ার সড়কগুলোতে স্থাপিত হবে। ২০ জুলাই নাগাদ আমাদের এই পরিকল্পনা সম্পাদিত হবে।
হিসাব অনুযায়ী, ২০০৭ সালে পেইচিং শহরে সবুজায়নের হার ৫১.৬ শতাংশ ছাড়িয়ে গেছে । গত সাত বছরে পেইচিং শহরের বায়ু আরও বিশুদ্ধ এবং পরিবেশ আরও সুন্দর হয়েছে। অলিম্পিক গেমস আয়োজনের আবেদন পত্রে পেইচিং যে সাতটি সৌন্দর্যের লক্ষ্যমাত্রা পূরনের প্রতিশ্রুতি দিয়েছে তা গত বছরের শেষ দিকে সম্পূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে। এ প্রসঙ্গে পেইচিং শহরের পরিবেশ ব্যুরোর্র কর্মকর্তা ওয়াং শিও মিন বলেছেন,
গত কয়েক বছরের প্রচেষ্টায় পেইচিং শহরের বায়ুর গুণগতমান স্পষ্টভাবে উন্নত হয়েছে। প্রতিশ্রতির ভিত্তিতে আমরা আরও কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছি। অলিম্পিক গেমসের জন্য আমরা ভালো বায়ু যোগানোর যে প্রতিশ্রুতি দিয়েছি তা পুরোপুরি বাস্তবায়িত হবেই।
গত সাত বছরে চীন অলিম্পিকের মেধা স্বত্বের দিকে বিশেষ মনোযোগ দিয়ে আসছে। দেশ বিদেশের প্রচার মাধ্যমের জন্য আধুনিক তথ্য কেন্দ্র গড়ে তোলা হয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক সমিতির ও সংশ্লিষ্ট পক্ষগুলো এ সব কাজের ভূয়সী প্রশংসা করেছে। একটি সাক্ষাত্কারে আন্তর্জাতিক অলিম্পিক সোমিতির চেয়ারম্যান মালিও বাস্কোস লানিয়া বলেছেন, পেইচিং অলিম্পিক ২০০৮ –এর বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ চমত্কার। তিনি বলেন,
আমি আশা করি, পেইচিং অলিম্পিক গেমস ইতিহাসের সবচেয়ে ভালো অলিম্পিক গেমস হবে। এই লক্ষ্যমাত্রা থেকে আমরা বেশী দূরে নেই। নিঃসন্দেহে পেইচিং অলিম্পিক গেমস একটি চমত্কার ক্রীড়া সমাবেশ হবে।
|