|
১৩ জুলাই পিপলস ডেইলি পত্রিকা সালফ্যের সঙ্গে পেইচিং অলিম্পিক গেমস আবেদনের সপ্তম বার্ষিকী উপলক্ষে 'দৃঢ় প্রতিশ্রুতির জন্য শিরোনামে একটি স্বাক্ষরযুক্ত প্রবন্ধ প্রকাশ করেছে।
প্রবন্ধে বলা হয়েছে, ২০০৮ সালের ১৩ জুলাই হচ্ছে পেইচিংয়ের সাফল্যের সঙ্গে ২৯তম অলিম্পিক গেমস আবেদনের সপ্তম বার্ষিকী। অলিম্পিক গেমস আবেদনের সে দিন থেকে চীন দৃঢ়ভাবে প্রতিশ্রুতি পালন করে আসছে। আন্তর্জাতিক পর্যায়, বিভিন্ন দেশের খেলোয়াড় এবং জনসাধারণের জন্য সন্তোষজনক সেবা দিচ্ছে।
প্রবন্ধে আরো বলা হয়, ৭ বছরের সৃজনশীল কাজের মাধ্যমে পেইচিং অলিম্পিক গেমসের উদ্যোক্তা ও সহযোগী শহরসহ ৩৭টি প্রতিযোগিতা স্টেডিয়াম নির্মাণ করেছে। পেইচিং-এর পরিবহন, পরিবেশ, খাবার, পর্যটন ও নিরাপত্তাসহ ২৯তম অলিম্পিক গেমসের বিভিন্ন কাজ প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে।
প্রবন্ধে উল্লেখ করা হয়, পেইচিং-এ অলিম্পিক গেমস আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা সুযোগ দেয়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতির স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত করা হবে। ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস যেমন চীনের জন্য সুযোগ তেমনি বিশ্বের জন্যও।
খোং চিয়া চিয়া
|