পেইচিং অলিম্পিক গেমস ঘনিয়ে আসছে । পেইচিং মহানগরীতে সুন্দর সুন্দর টবে ফুল ও অলিম্পিক গেমস স্বাগত জানানোর শ্লোগান সম্বলিত প্লেগার্ড সর্বত্রই দেখা যায় । থিয়েন আন মেস মহাচত্তরে দশ লাখ টবে ফুল রাখা হবে । এসব ফুল তিন মাস থাকবে । পেইচিংয়ের প্রধান প্রধান সড়কে দেড় কোটি টবে ফুল রাখা হবে ।
অলিম্পিক গেমসের সময় মোট চার লাখ নগর স্বেচ্ছাসেবক বিদেশী অতিথিদের সেবার কাজ করবেন । অতিথিদের সাহায্য করার জন্য পেইচিংয়ে হাজার হাজার স্বেচ্ছাসেবক কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে ।
অলিম্পিক গেমসকে স্বাগত জানানোর জন্য পেইচিংয়ের অনেক মটর গাড়ি মালিক গাড়ির সামনের কাচের উপর একটি ছোট জাতীয় পতাকা রাখেন। শহরের কেন্দ্রস্থলের ছান আন রাজপথে সারি সারি গাড়ির সামনের জাতীয় পতাকা দেখতে অত্যন্ত সুন্দর লাগে ।
|