১১ জুলাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরেকবার ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি হয়েছে । নিউইয়র্ক ও লন্ডনের বাজারের তেলের দাম প্রতি ব্যারেল ১৪৭ ডলার ছাড়িয়েছে ।
১১ জুলাই নিউইয়র্কের তেল বাজারে অশোধিত হালকা তেলের ফিউচার্স দাম ১৪৭.২৭ ডলার , দিনের সমাপ্তির দাম ছিল ১৪৫.০৮ ডলার। এটা আগের দিনের চেয়ে ৩.৪৩ ডলার বেশি । লন্ডনের তেল বাজারে উত্তর সাগর ব্লেন্ট অশোধিত তেলের ফিউচার্স দাম ১৪৭.৫০ ডলার , সমাপ্তির দাম ছিল ১৪৪.৪৯ ডলার , এটা ১০ জুলাইয়ের চেয়ের ২.৪৬ ডলার বেশি ।
বিশ্লেষকদের ধারণা , তেলের দাম দ্রুত বাড়ার প্রধান কারণ হলো মধ্য প্রাচ্যের পরিস্থিতি উত্তেজিত হওয়ার ফলে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশংকা । নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের তেল অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি আর ব্রাজিলের তেল শ্রমিকদের সম্ভাব্য ধর্মঘটের খবর বিনিয়োগকারীদের আশংকা বাড়িয়ে দিয়েছে ।
|