চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিও জিয়েন চাও ১২ জুলাই পেইচিংএ বলেছেন, চীন মনে করে, রাজনৈতিক সংলাপ ও আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষগুলো আপোষ ও সহযোগিতা খুঁজে বের করা জিমবাবওয়ের বতর্মান সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ।
পেইচিং সময় ১২ জুলাই জাতি সংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে জিমবাবওয়ের ওপর অবরোধ আরোপনের খসড়া প্রস্তাব গৃহীত হয়নি । চীন , রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, লিবিয়া ও ভিয়েতনাম এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লিও জিয়েন চাও বলেন, জিমবাবওয়ে সমস্যা মোকাবেলার জন্য আফ্রিকা ইইনিয়ন ও দক্ষিণাংশের আফ্রিকা উন্নয়ন গোষ্ঠী মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে। আলাপ আলোচনার পরিবেশে যাতে নেতিবাচক প্রভাব সৃষ্টি না হয় সে জন্য বিশ্ব সম্প্রদায়ের গঠনমূলক সাহায্য দেওয়া উচিত।
লিও জিয়েন চাও বলেন, জিমবাবওয়ের জনগণের আশা-আকাঙ্ক্ষা ও রাজনৈতিক বস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নিষ্পত্তি যাতে যত তাড়াতাড়ি সম্ভব বের করা হয় সে জন্য চীন জিমবাবওয়ের বিভিন্ন দলকে দেশের স্থিতিশীলতা ও জনগণের মৌলিক স্বার্থকে প্রথম স্থানে রেখে সর্বাধিকভাবে আফ্রিকা ইউনিয়ন ও এস এ ডি সির মধ্যস্থতার সঙ্গে সহযোগিতা চালানোর আহ্বান জানিয়েছে।
|