১১ জুলাই চীনের জাতীয় নিরীক্ষা প্রশাসনের সূত্রে জানা গেছে, চীন অব্যাহতভাবে বিদেশী ঋণ ও আর্থিক সাহায্য প্রকল্পের নিরীক্ষা ও তত্ত্বাবধান জোরদার করবে এবং বিদেশী ঋণ ও আর্থিক সাহায্য প্রকল্পের নোটারী ও ন্যায্য নিরীক্ষার মান উন্নত, পরিবেশ, জনগণের জীবিকা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিদেশী ঋণ ও আর্থিক সাহায্য প্রকল্পের কাজের ভালোমন্দ সম্পর্কে নিরীক্ষা ব্যাপকভাবে চালাবে।
এ দিন প্রকাশিত ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত নিরীক্ষা কাজের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী যথাযথভাবে বিদেশে চীনের সংস্থাগুলোর নিরীক্ষা চালানো হবে, যাতে তাদের কঠোরভাবে আর্থিক বিধি কার্যকর করা, আর্থিক ব্যবস্থাপনা আরো পুর্ণাঙ্গ করা এবং আর্থিক ব্যবস্থাপনার মান আরো উন্নত করা যায়।
খোং চিয়া চিয়া
|