১১ জুলাই সকাল ১১টায় উত্তর মেরুতে তৃতীয় দফা বৈজ্ঞানিক পরীক্ষা চালানোর জন্যে চীনের ১২২জন সদস্যকে নিয়ে গঠিত একটি পর্যবেক্ষক দল সুয়ে লুং নামের একটি পর্যবেক্ষণ জাহাজে করে শাংহাই থেকে রওয়ানা হয়েছে ।
এবারের উত্তর মেরু অভিযানে চীনের জলবায়ু পরিবর্তনের ওপর উত্তর মেরুর জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপিশি আর্কটিক সাগরের বৈশিষ্ট্যসম্পন্ন জীব সম্পদ ও জিন সম্পদ , উত্তর মেরুর বায়ু দূষণ ও স্থায়ী দূষিত জৈব পণ্যের অবস্থাও পর্যবেক্ষণ করা হবে ।
জানা গেছে , দেশের ১১০জন সদস্য ছাড়া এবারের অভিযানে যুক্তরাষ্ট্র , ফিনল্যান্ড , জাপান , দক্ষিণ কোরিয়া ও ফ্রান্সের ১২জন বৈজ্ঞানিককেও আমন্ত্রণ জানানো হয়েছে ।
উল্লেখ্য যে , দক্ষিণ মেরুতে চীন এ পর্যন্ত ডজন খানেক বৈজ্ঞানিবক পর্যবেক্ষণ চালিয়েছে । তবে উত্তর মেরুতে কেবল ১৯৯৯ ও ২০০৩ সালে চীনের পর্যবেক্ষক দল পাঠানো হয় । এ তৃতীয় অভিযান হচ্ছে উত্তর মেরুতে চীনের বৃহত্তম পর্যবেক্ষণ তত্পরতা ।
|