ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ১০ জুলাই বলেছেন, সংসদের নিম্ন কক্ষ লোকসভায় তাঁর নেতৃত্বাধীন সরকারের ওপর আস্থা ভোটদান যত দ্রুত সম্ভব অনুষ্ঠিত হবে। সরকার এতে সম্পূর্ণ একমত।
মনমোহন সিং এদিন প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট প্রতিভা পাতিলের সঙ্গে সাক্ষাত্ করে আনুষ্ঠানিকভাবে তাকে জানান, তাঁর নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স সরকার ১১ জুলাই সন্ধ্যায় আস্থা ভোট অনুষ্ঠানের সুনির্দিষ্ট সময়সূচী নির্ধারণ করবে।
অন্য খবরে জানা গেছে, এদিন ভারত সরকার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে স্বাক্ষরের অপেক্ষায় থাকা পরমাণু নিরাপত্তা নিশ্চয়তা চুক্তির খসড়া প্রকাশ করেছে। এ চুক্তি অনুযায়ী, ভারত আন্তর্জাতিক পরমাণু সরবরাহকারীদের কাছ থেকে পাওয়া কোনো পরমাণু জ্বালানি সম্পদ পরমাণু অস্ত্র উত্পাদনে ব্যবহার করবে না।(লিলু)
|