বিশ্ব ব্যাংকের আফ্রিকা বিষয়ক উপপরিচালক অবিয়াজেলি এজেকেসিলি ১০ জুলাই আফ্রিকায় চীনের পুঁজি বিনিয়োগের পশ্চিমা দেশগুলোর অভিযোগ নাকচ করে দিয়ে বলেন চীন- আফ্রিকা সহযোগিতা উভয় পক্ষের জন্যেই কল্যাণকর।
এ দিন সাহারা মরুভূমি দক্ষিণাঞ্চলে আফ্রিকার দেশগুলোতে চীনের পুঁজি বিনিয়োগের সম্পর্কে বিশ্ব ব্যাংকের একটি রিপোর্ট নিয়ে অবিয়াজেলি এজেকেসিলি বলেন, কিছু কিছু লোক চীনের বিরুদ্ধে আফ্রিকার প্রাকৃতিক সম্পদ দখলের যে অভিযোগ করেছে তা ঠিক নয়। যেমন আফ্রিকায় উত্পাদিত তেলের ৫৭ শতাংশ যুক্তরাষ্ট্র ও ইউরোপে রপ্তানি হয় এবং মাত্র ১৪ শতাংশ চীনে রপ্তানি হয়। তিনি জোর দিয়ে বলেন, চীনের সঙ্গে আফ্রিকার সহযোগিতা আফ্রিকার জন্য অনুকূল। নিজের খনিজ সম্পদ কিভাবে ব্যবহার করবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আফ্রিকার দেশগুলোর আছে।
এ রিপোর্টে আরও বলা হয়, আফ্রিকায় চীনের পুঁজি বিনিয়োগ বাড়ার ফলে আফ্রিকার দেশগুলোর অবকাঠামোগত ব্যবস্থার উন্নতি করা হয়েছে এবং এসব দেশের জনগণের জীবন-যাত্রার মানও বেড়েছে।
(ওয়াং তান হোং)
|