পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ড তদন্তে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনে রাজি হয়েছে জাতিসংঘ । ১০ জুলাই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এ একথা জানান।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কুরেশি বলেন, এদিন তিনি এ বিষয় নিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বেঠক করেছেন। বৈঠকে বান কি মুন পাকিস্তানের এ আবেদনে রাজি হয়েছেন।
কুরেশি আরো বলেন, এ তদন্ত কমিটির প্রকৃতি, অর্থের উত্স, কর্মীদল গঠন এবং তথ্য পাওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে জাতিসংঘ ও পাকিস্তানের ব্যাপক মতৈক্য হয়েছে। তবে কর্মীদল গঠনসহ কিছু কিছু নির্দিষ্ট সমস্যায় আরও আলোচনার প্রয়োজন। --ওয়াং হাইমান
|