১১ জুলাই সকালে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও পেইচিংয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ ডি জেসাস ক্যালডারন হিনোজোসার সঙ্গে বৈঠক করেছেন। দু'দেশের শীর্ষ নেতা যৌথভাবে চীন-মেক্সিকো কৌশলগত সংলাপ ব্যবস্থা গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। এতে দু'দেশের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের মেয়াদী স্থিতিশীল উন্নয়ন ত্বরান্বিত হবে।
হু চিন থাও বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের সুষ্ঠু উন্নয়নের জন্য খনিজ সম্পদ এবং টেলিযোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের শিল্পপ্রতিষ্ঠানের পারস্পরিক লাভজনক সহযোগিতাকে সমর্থন করে চীন সরকার।
তাইওয়ান এবং তিব্বতসহ বিভিন্ন সমস্যায় চীন মেক্সিকোকে এক চীন নীতিতে অবিচল থাকার জন্য ধন্যবাদ জানায় এবং পুনরায় ধন্যবাদ জানায় এবারের ভূমিকম্প উদ্ধার ও ত্রাণে মেক্সিকো সরকার ও জনগণের সহায়তার জন্য ।
ক্যালডারন বলেন, চীনের ভূমিকম্প পুনর্গঠনে মেক্সিকো অংশ নিতে আগ্রহী। পেইচিং অলিম্পিক গেমস সুষ্ঠুভাবে আয়োজনের জন্যও শুভকামনা করে মেক্সিকো ।
বৈঠকের পর দু'দেশের শীর্ষ নেতারা যৌথভাবে " চীন মেক্সিকোর পারস্পরিক পুঁজি বিনিয়োগ তরান্বিতকরণ ও নিশ্চয়তা চুক্তি"সহ দ্বিপাক্ষিক সহযোগিতামূলক দলিল স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।--ওয়াং হাইমান
|