কোরিয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের নেতৃ সম্মেলন ১০ জুলাই বিকালে পেইচিংয়ে শুরু হয়েছে।
এবার বৈঠকের চেয়ারম্যান এবং চীনের প্রতিনিধি দলের প্রধান উ তা ওয়েই সম্মেলনে বলেন, এবারের সম্মেলন হচ্ছে দ্বিতীয় পর্যায়ের তত্পরতা সার্বিকভাবে বাস্তবায়নের " গ্যাস স্টেশন"। এটি ছ'পক্ষীয় বৈঠক নতুন পর্যায়ে এগিয়ে নেয়ার একটি সন্ধিক্ষণ । এ সম্মেলনের লক্ষ্য হচ্ছে বিভিন্ন পক্ষের কাছে প্রত্যাশিত একটি নতুন মতৈক্যে পৌঁছানো যাতে যৌথভাবে দ্বিতীয় পর্যায়ের তত্পরতা সার্বিকভাবে বাস্তবায়ন এবং ছ'পক্ষীয় বৈঠককে একটি নতুন পর্যায়ে এগিয়ে নেয়া যায়।
তিনি আরো বলেন, অন্যান্য বিভিন্ন পক্ষের সঙ্গে ছ'পক্ষীয় বৈঠকের মুখ্য ধারা অনুসারে ছ'পক্ষীয় সকলের স্বার্থ রক্ষা করতে আগ্রহী চীন । এবারের প্রধানদের সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পরস্পরের মধ্যে আস্থা জোরদার করা হবে।--ওযাং হাইমান
|