v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-10 18:55:44    
উত্তর কোরিয়াকে জ্বালানি সম্পদ সাহায্য দিতে জাপানের প্রতি আহ্বান জানাবে দক্ষিণ কোরিয়া

cri
    ছ'পক্ষীয় বৈঠকের দক্ষিণ কোরিয়া প্রতিনিধি দলের নেতা কিম সুক ১০ জুলাই পেইচিংয়ে বলেছেন, ছ'পক্ষীয় বৈঠকের সময়ে অর্থনীতি ও জ্বালানি সম্পদ সহযোগিতা সম্মেলনে জাপানের প্রতি দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে জ্বালানি সম্পদ সাহায্য দেওয়ার আহ্বান জানাবে।

    দক্ষিণ কোরিয়া হলো জ্বালানি সম্পদ সহযোগিতা গ্রুপের নেতৃ দেশ। দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম কিম সুককে উদ্ধৃত করে জানিয়েছে, যৌথ ঘোষণার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নের জন্য উত্তর কোরিয়াকে জাপানের জ্বালানি সম্পদ সাহায্য করা দরকার। তিনি বলেন, সম্মেলন উত্তর কোরিয়াকে অব্যাহত অর্থনীতি এবং জ্বালানি সম্পদ সাহায্য সম্পর্কিত বিস্তারিত পরিকল্পনা প্রনয়ণ করা হবে।

    জিম্মি ঘটনার অজুহাতে জাপান উত্তর কোরিয়াকে সাহায্য থেকে বিরত রয়েছে। যুক্তরাষ্ট্রের সমন্বয়ে উত্তর কোরিয়া এবং জাপান গত মাসে পেইচিংয়ে বৈঠক করেছে। জাপানী নাগরিক জিম্মি করার ঘটনা আবার তদন্ত করার বিষয়ে উত্তর কোরিয়া রাজি হয়েছে। অন্য খবরে জানা গেছে, জাপান এ তদন্তের ফলাফল জানার পর উত্তর কোরিয়াকে সাহায্য দেবে কিনা, তা নির্ধারণ করবে।

    সম্প্রতি উত্তর কোরিয়া বলেছে, বর্তমানে বিভিন্ন পক্ষ প্রতিশ্রুতির মাত্র ৪০ শতাংশ আর্থিক সাহায্য করেছে। সকল অংশগ্রহণকারী দেশ নিজের দায়িত্ব পালন করলে ছ'পক্ষীয় বৈঠকের দ্বিতীয় পর্যায়ের তত্পরতা শেষ হতে পারে এবং পরবর্তী পর্যায়ের সমস্যা নিয়ে আলোচনা চালানো যাবে।

    (ওয়াং তান হোং)