১০ জুলাই চীনের বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় ভূমিকম্প দুর্গত এলাকায় চাঁদা ও সাহায্য দেয়ার জন্য সমাজের বিভিন্ন মহলকে ধন্যবাদ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ানে রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্পের পর বহু বিদেশী সরকার, আন্তর্জাতিক সংস্থা, অন্যান্য সংস্থা ও ব্যক্তি চীন সরকার ও জনগণের কাছে গভীর সহানুভূতি প্রকাশ করেছে এবং বিভিন্ন উপায়ে সাহায্য দিয়েছে। দুর্গত এলাকার জনগণের দুর্দশা লাঘব ও বাড়ি নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর জন্য ভূমিকম্প উদ্ধার ও ত্রাণে সমর্থন দানকারী সরকার, সংস্থা ও সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে চীন ধন্যবাদ জানাচ্ছে।
বিজ্ঞপ্তিতে জোর দিয়ে বলা হয়েছে, চীন সরকার চাঁদা ও নানারকম ত্রাণসামগ্রীর ব্যবস্থাপনা ও ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। চীনের কেন্দ্রীয় ও স্থানীয় সরকার কয়েকটি নীতি প্রণয়ন করেছে এবং কড়াকড়ি তত্ত্বাবধানের জন্য ফলপ্রসূ ব্যবস্থা নিয়েছে।(লিলু)
|