ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জাঁ ক্লেদ ত্রিশেঁ বুধবার বলেছেন , বর্তমানে ইউরো অঞ্চলের মূল্যস্ফীতির হার বহুলাংশে কল্পনার চেয়ে বেশি এবং একটি উদ্বেগজনক পর্যায়ে রয়েছে ।
বুধবার ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোপীয় পার্লামেন্টের এক পূর্ণাংগ অধিবেশনে ত্রিশেঁ বলেন , খাদ্য ও তেলের দাম বিপুল মাত্রায় বাড়ার প্রভাবে ইউরো অঞ্চলের ১৫টি দেশের মূল্যস্ফীতির হার জুন মাসে ৪ শতাংশের সর্বোচ্চ রেকর্ড স্থাপন করেছে । এটি পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে ইউরো অঞ্চলের নির্ধারিত ২ শতাংশের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি । আগামী কয়েক মাসে ইউরো অঞ্চলর মূ্ল্যস্ফীতির হার উচ্চ পর্যায়ে বজায় থাকবে এবং ২০০৯ সালে এ হার ধাপে ধাপে কমতে থাকবে ।
ত্রিশেঁ বলেন , মুদ্রা নীতি নিয়ন্ত্রণ করলে মধ্যমমেয়াদী পণ্য মূল্য স্থিতিশীল রাখার পক্ষে সহায়ক হবে । গত সপ্তাহে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক তার সুদের হার ০.২৫ শতাংশ বাড়িয়ে ৪.২৫ শতাংশে উন্নীত করেছে ।
অন্য একটি খবরে বলা হয় , বুধবার ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত একটি অবাধ্যতামূলক প্রতিবেদনে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার বাড়ানোর ব্যাপারে সচেতন থাকার তাগিদ দেয়া হয় ।
|