এ বছরের প্রথমার্ধে লাসায় ১৪ মার্চের ঘটনায় স্থানীয় অর্থনীতির বিরূপ প্রভাব কাটানোর জন্য তিব্বতের বিভিন্ন স্থান ও বিভাগ জোর উদ্যোগ নিয়েছে। এতে তিব্বতের অর্থনীতির উন্নয়নের স্থিতিশীলতা বজায় রয়েছে ।
পরিসংখ্যান থেকে জানা গেছে, গত জানুয়ারী থেকে মে মাস পর্যন্ত তিব্বতে ৫০ লাখ ইউয়ান বার্ষিক আয়ের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মোট উত্পাদন মূল্য দাঁড়িয়েছে ১.৩ বিলিয়ন ইউয়ানে । এটি গতবছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি। তিব্বতে বিশেষ করে গুরুত্বপূর্ণ খাত স্থাপন ত্বরান্বিত করা সেখানকার উল্লম্ফন উন্নয়ন বাস্তবায়নের চাবিকাঠি । লাসায় ১৪ মাচের ঘটনার পর, গুরুত্বপূর্ণ শিল্প খাত পুনরায় সুশৃঙ্খলভাবে চালু হয়েছে । তিব্বতের ঐতিহ্যবাহী ওষুধ কারখানা এবং লাসা বিয়ারসহ বেশ কিছু বিখ্যাত তিব্বতী শিল্পপতিষ্ঠানের সুষ্ঠু উন্নয়ন হয়েছে।--ওয়াং হাইমান
|