v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-10 16:13:29    
হোনান সিনইয়াং

cri

    মধ্য চীনের হোনান প্রদেশের সিন ইয়াং শহরকে 'দক্ষিণ চীনের উত্তরাঞ্চল এবং উত্তর চীনের দক্ষিণাঞ্চল' বলা হয়। সেখানকার পাহাড় সবুজ ও পানি স্বচ্ছ, আবহাওয়াও শরীরে স্বস্তির পরশ বুলিয়ে দেয়। প্রাচীন 'লিং শান মন্দির' ও গ্রীষ্ম অবকাশ কাটানোর জন্য দারুন জায়গা 'চি কোং শান পাহাড়' ছাড়াও এখানে আছে চীনের দশটি বিখ্যাত চা'য়ের একটি 'সিন ইয়াং মাও চিয়ান'। আজকের 'চলুন বেড়িয়ে আসি' অনুষ্ঠানে আমরা আপনাদেরকে নিয়ে সিন ইয়াংয়ের ঐতিহাসিক স্থান ও দর্শনীয় জায়গাগুলোতে ঘুরে বেড়াবো আর সেখানকার 'সিন ইয়াং মাও চিয়া চা'-এর স্বাদ নেবো।

    চীনের দক্ষিণ ও উত্তরাঞ্চলের আবহাওয়া সীমান্তে অবস্থানে বসার কারণে সিন ইয়াং শহরের আবহাওয়া একটু বৃষ্টিভেজা এবং গাছগাছড়া বেশ মজবুত। সিন ইয়াং শহরের লুও শান জেলার দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৪০ কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে হাজার বছরের প্রাচীন লিং শান মন্দির। মন্দিরটিতে একটি কূপ আছে। কূপের পানি খুব মিষ্টি। এছাড়া মন্দিরটিতে একটি হাজার বছরেরও বেশি পুরনো গাছ আছে। গাছটির বয়স এতো বেশি, তারপরও বাহারি পাতায় ভরা এবং অপরিসীম দিগন্তের দিকে তার হাতছানি। পেইচিংয়ের পর্যটক আন লি হোং এই সুন্দর দৃশ্যে অভিভূত হয়ে বলেন,

    আমিও অনুভব করতে পেরেছি, লিং শান মন্দির দর্শনীয় স্থানটি মানুষ যেমনটা বলে তেমনই 'উত্তরাঞ্চলের দক্ষিণ এবং দক্ষিণাঞ্চলের উত্তর'। দৃশ্য খুবই সুন্দর। খুব যত্নে রাখা পরিবেশ। পথের পাশেই আছে ছোট নদী আর তাতে ছোট ছোট মাছ আর কাঁকড়া। পানি খুব স্বচ্ছ। মনে হয় মানুষ ও পরিবেশ মিলে মিশে এক হয়ে গেছে।

    জানা গেছে, সোং ও মিং উভয় রাজবংশেরই প্রথম রাজা লিং শান মন্দিরে আসতেন। মিং রাজবংশের প্রথম রাজা চু ইউয়ান চাং লিং শান মন্দিরটিকে 'জাতীয় মন্দির'-এর মর্যাদা দেন। লিং শান মন্দির দর্শনীয় স্থান পর্যটন উন্নয়ন লিমিটেড কোম্পানির কুই চুন ফেং বলেন,

    লিং শান মন্দিরের প্রায় দেড় হাজার বছরের ইতিহাস আছে। এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম চীনে আসার পর সবচেয়ে প্রাচীন মন্দিরগুলোর মধ্যে একটি। থাং রাজবংশের রাজা থাং স্যুয়ান চোংয়ের মেয়ে রাজকুমারী চিয়ান নিং এখানে ভিক্ষুণীতে পরিণত হয়েছিলেন। মিং রাজবংশের প্রথম রাজা চু ইউয়ান চাং যখন খুব গরীব ছিলেন তখন তিনি এই মন্দির থেকে দান পেয়েছিলেন। রাজা হওয়ার পর তিনি তিন বার এখানে আসেন।


1 2 3 4