৯ জুলাই আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জারার আহমেদ মোকবিল তাজিকিস্তান সফরকালে বলেন, আফগানিস্তানের তিন ভাগের দুই ভাগ প্রদেশেই মাদকদ্রব্য উত্পাদন বন্ধ হয়েছে।
ইন্টারফ্যাক্স মোকবিলকে উদ্ধৃত করে জানায়, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান সংলগ্ন এলাকাসহ ২২টি প্রদেশে মাদকদ্রব্য উত্পাদন পুরোপুরিভাবে বন্ধ হয়েছে। অন্য প্রদেশগুলোতেও মাদকদ্রব্য উত্পাদনের পরিমানও উল্লেখযোগ্য হারে কমেছে। আফগানিস্তান সরকার আশা করে, অদূর ভবিষ্যতে দেশে আফিম চাষ নির্মূল করা সম্ভব হবে।
৮ জুলাই মোকবিল তাজিকিস্তানের রাজধানী দুশানবে পৌঁছে চারদিনব্যাপী সফর শুরু করেছেন।
খোং চিয়া চিয়া
|