v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-09 20:18:46    
সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে বিশ্ব চ্যালেঞ্জ মোকাবেলার আহবান ৫টি উন্নয়নশীল দেশের

cri

    ৮ জুলাই আমন্ত্রিত হয়ে জি-৮ এবং উন্নয়নশীল দেশগুলোর শীর্ষসম্মেলনে অংশগ্রহণকারী পাঁচটি দেশ চীন, ভারত , ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোসহ শীর্ষনেতারা জাপানের সাপোরো শহরে যৌথ বৈঠকে মিলিত হন । বৈঠকের পর প্রকাশিত একটি বিবৃতিতে ৫টি উন্নয়নশীল দেশ সম্মিলিতকন্ঠে উল্লেখ করে, বিভিন্ন দেশ ও বিশ্বব্যাপী অর্থনীতির টেকসই উন্নয়ন নিশ্চিত করা বর্তমান যুগের একটি চ্যালেঞ্জ । বিভিন্ন দেশের উচিত সহযোগিতা সমন্বয়ের মাধ্যমে পরিবেশের সুষম বিকাশ বাস্তবায়ন করা । যাতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে অভিন্ন দায়িত্ব পালন করা যায় ।

    এ দিন বিকেল ৪ টায় ৫টি উন্নয়নশীল দেশের শীর্ষ বৈঠক শুরু হয় এবং দুঘন্টা স্থায়ী হয় । মেক্সিকোর প্রেসিডেন্ট শীর্ষ বৈঠকে সভাপতিত্ব করেন । বৈঠক শেষে এক সাক্ষাত্কারেতিনি বৈঠকের সাফল্যের উচ্চ মূল্যায়ন করেন । তিনি বলেন , বৈঠকে বিভিন্ন পক্ষ খাদ্যশস্যের মূল্য , জলবায়ুর পরিবর্তন সহ বিশ্বজনগণের জীবনযাত্রা বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জনগণের জীবনযাত্রার ওপর প্রভাব ফেলে এমন নানা সমস্যা নিয়ে আলোচনা করেছে এবং মতৈক্যে পৌঁছেছে। বিভিন্ন পক্ষ বিবৃতিতে জোর দিয়ে উল্লেখ করে , মানবজাতি ইতিহাসের সন্ধিক্ষনে আছে । আর্থিক অনিশ্চয়তা, খাদ্যশস্যের দ্রুত মূল্য বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন সহ নানা উপাদান বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিকে জটিল করে তুলেছে । পরস্পরের ওপর নির্ভরশীল বিভিন্ন দেশের উচিত বহুমুখী সমন্বয়ের মাধ্যমে যৌথভাবে সমস্যা মোকাবেলা করা ।

    বর্তমানের জরুরী বিশ্ব অর্থনীতিপরিস্থিতির পরিপ্রেক্ষিতে ৫টি উন্নয়নশীর দেশ ন্যায়সংগত , উন্মুক্ত, যুক্তিযুক্ত এবং বৈষম্যহীন আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যবস্থাগড়ে তোলা , রক্ষণশীল বাণিজ্য প্রতিরোধ করা এবং যত দ্রুত সম্ভব দোহা রাউন্ড আলোচনা শেষ করার আবেদন জানিয়েছে ।

    খাদ্যশস্যের নিরাপত্তা সম্পর্কে বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের খাদ্যশস্য উত্পাদন ও বিতরণের আরও উত্তম পদ্ধতি গ্রহণ, আন্তর্জাতিক কৃষিজাত দ্রব্যের ন্যায়সংগত এবং যুক্তিযুক্ত বাণিজ্যিক ব্যবস্থা গঠন এবং পাশাপাশি মেধাস্বত্ত্ব, প্রযুক্তিহস্তান্তর সহ নানা ক্ষেত্রে থেকে খাদ্যশস্যের নিরাপত্তার জন্য ইতিবাচক আন্তর্জাতিক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চালানোর আহবান জানানো হয়েছে ।

    জলবাযু পরিবর্তন সম্পর্কে ৫টি দেশ প্রতিশ্রুতি দিয়েছে যে,টেকসই উন্নয়নের জন্য তারা দেশের অভ্যন্তরে সকল যুক্তিযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে । পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে" জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ চুক্তি" ও " কিয়োটো প্রোটকল" অনুসারে দীর্ঘস্থায়ী সহযোগিতার মাধ্যমে জলবায়ু পরিবর্তন থেকে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করার তাগিদ দেওয়া হবে ।

    এ বছর সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যেরমধ্যমেয়াদযাচাই করার বর্ষ । ৫টি উন্নয়নশীল দেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হাতেহাত ধরে আর্থিক স্থিতিশীলতা রক্ষার মাধ্যমে শক্তিশালী ও টেকসই উন্নয়নেরঅর্থনীতি বাস্তবায়ন করার আহবান জানিয়েছে ।

    চীনের প্রেসিডেন্ট হু চিনথাও ৫টি উন্নয়নশীল দেশের এবারের শীর্ষবৈঠকে ভাষণ দিয়েছেন । তিনি উল্লেখ করেন , উন্নয়নশীল দেশগুলো বিশ্বশান্তি রক্ষা এবং অভিন্ন উন্নয়ন তরান্বিতকরার একটি গুরুত্বপূর্ণ শক্তি । গুরুত্বপূর্ণ উন্নয়নশীল দেশ হিসেবে ৫টি দেশ সমন্বয় ও সহযোগিতা জোরদার করা শুধু নিজনিজ দেশের উন্নয়নের পক্ষে সহায়ক তা নয় বরং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা ও দক্ষিণ-উত্তর সংলাপ জোরদারের জন্যও সহায়ক । তিনি বর্তমান বিশ্বঅর্থনীতি পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ৫টি দেশের মধ্যেযোগাযোগ ও সমন্বয় জোরদার করার প্রস্তাব করেছেন । তিনি বলেন , পরস্পরের প্রতি সহায়ক ও কল্যাণমূলক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতা চালাতে হবে , যৌথভাবে বর্তমানের বিশ্ব অর্থনীতির অস্থিতিশীলতা ও অনিশ্চিত উপাদানের মোকাবেলা করতে হবে , অর্থনীতির দ্রুত উন্নয়নের প্রবণতা বজায় রাখতে হবে এবং অব্যাহতভাবে বিশ্ব অর্থনীতির উন্নয়নে অবদান রাখতে হবে ।

    খাদ্যশস্যের নিরাপত্তা সমস্যা হু চিনথাওয়ের ভাষণের একটি গুরুত্বপূর্ণ বিষয় । তিনি বলেন , বিশ্বব্যাপী খাদ্যশস্যের মূল্যবৃদ্ধির দায় উন্নয়নশীল বড় দেশগুলোর উন্নয়নের ওপর চাপিয়ে দেওয়া একটি দায়িত্বহীন আচরণ । আন্তর্জাতিক সম্প্রদায়সহযোগিতা জোরদার এবং বহুমুখী ব্যবস্থা গ্রহণ করলেই কেবল বিশ্ব খাদ্যশস্যের নিরাপত্তা রক্ষা করা যাবে । তিনি আরও বলেন , খাদ্যশস্য উত্পাদন ও বড় ভোক্তাদেশ হিসেবে ৫টি দেশের উচিত যৌথভাবে খাদ্যশস্যের নিরাপত্তা রক্ষারজন্য চেষ্টা চালানো । তিনি জোর দিয়ে বলেন , চীন দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার ছাঁচে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে কৃষি উন্নয়নের অভিজ্ঞতা ভাগাভাগি করতে এবং সাধ্যমতনিজের নানা সাহায্য দিতে ইচ্ছুক । চুং শাওলি