v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-09 21:58:58    
আবার ছিয়াং গ্রামে ছিয়াং বাঁশি বাজবে (ছবি)

cri

ছিয়াং জাতির পাথর ঘর --- দিয়াও লো

 ভূমিকম্পে বিধ্বস্ত ছিয়াং জাতির পাথর ঘর  

   ১২ মে চীনের ভয়াবহ সিছুয়ান ভূমিকম্পে বিশাল জানমালহানী ছাড়াও স্থানীয় পুরাকীর্তি ও বিষয়গত সাংস্কৃতিক উত্তরাধিকারের অপরিমেয় ক্ষতি হয়েছে। কিছু লোকশিল্পের উত্তরসূরী মারা গেছে। বহু জাদুঘর বিধ্বস্ত হয়েছে। বিশেষ করে ছিয়াং জাতিসহ সংখ্যালঘু জাতি অধ্যুষিত অঞ্চলের সাংস্কৃতিক উত্তরাধিকার গুরুতরভাবে নষ্ট হয়েছে। দুর্যোগোত্তর পুনর্গঠন প্রক্রিয়ায় বিভিন্ন স্তরের সরকারী বিভাগ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ স্থানীয় প্রথা ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের ভিত্তিতে স্থানীয় জাতিগত সংস্কৃতির বৈশিষ্ট্য সংরক্ষণের নিরন্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন শুনুন এ সম্পর্কে আমাদের সংবাদদাতার পাঠানো একটি বিস্তারিত প্রতিবেদন।

    ছিয়াং জাতি হচ্ছে চীনের সবচেয়ে প্রাচীন জাতিগুলোর অন্যতম। এ জাতির ইতিহাস তিন হাজার বছরেরও বেশি। প্রাচীনকালে ছিয়াং জাতির মানুষ প্রধানতঃ উত্তর-পশ্চিম চীনের সীমান্ত অঞ্চলে থাকতেন। পরে তারা ধাপে ধাপে সিছুয়ান প্রদেশে সরে যান। তারা পাহাড়ের মাঝামাঝি জায়গায় নির্মিত পাথরের ঘরে থাকতে পছন্দ করতেন। ফলে তাদেরকে 'মেঘের ওপরের জাতি' বলে ডাকা হয়। ছিয়াং জাতির পাথর ঘরকে বলা হয় 'দিয়াও লো' । এ ঘর ছিয়াং জাতির ঐতিহ্য অনুযায়ী নির্মাণ করা হয়। চীন তথা বিশ্বের স্থাপত্য ইতিহাসে ছিয়াং জাতির পাথর ঘরের বিশেষ স্থান রয়েছে। তা ছাড়া তাদের পোশাক, নাচ গান ও বাদ্যযন্ত্রের জাতিগত বৈশিষ্ট্যও আছে।

    এখন ছিয়াং জাতির জনসংখ্যা ৩ লাখেরও বেশি। ছিয়াং জাতির ৮০ শতাংশ মানুষ সিছুয়ান প্রদেশের আবা তিব্বতী জাতি ও ছিয়াং জাতি স্বায়ত্তশাসিত বিভাগের মাও জেলা, ওয়েনছুয়ান, লি জেলা, হেইসুই এবং মিয়ানইয়াং শহরের পেইছুয়ান ছিয়াং জাতি স্বায়ত্তশাসিত জেলায় থাকেন। কেউ ভাবতে পারে নি, এ সব অঞ্চল ১২ মের ভয়াবহ ভূমিকম্পে তছনছ হয়ে যাবে। রিক্টার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প ছিয়াং জাতি অধ্যুষিত অধিকাংশ নগর ও গ্রাম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ছিয়াং জাতির বাঁশির অন্যতম উত্তরসূরী হো ওয়াং ছুয়ান এই ভূমিকম্পের তান্ডবের মধ্যে বেঁচে যাওয়া শিল্পীদের একজন । কিন্তু তাঁর অনেক বন্ধু-বান্ধব ও মূল্যবান সংগীত তথ্য আর উদ্ধার করা যায় নি। তিনি বলেন, 'আমাদের কিছু স্থাপত্য, যেমন তিয়াও লো অর্থাত্ ছিয়াং জাতির পাথর ঘরও বিধ্বস্ত হয়েছে। মাও জেলার জাদুঘরের অনেক পুরাকীর্তি বিনষ্ট হয়েছে। বাড়িঘর ভেঙে পড়ার পর অনেক সংগীত ও নৃত্য দলিল ধ্বংসাবশেষে চাপা পড়ে গেছে। পেইছুয়ান সংস্কৃতি কেন্দ্রও বিধ্বস্ত হয়েছে। কর্মীরা সবই মারা গেছে। তারা সবই আমার ভালো বন্ধু। আমাদের সম্পর্ক খুব ভালো ছিল।'

    ভূমিকম্পের পর পেইছুয়ান ও মাও জেলার দুটি ছিয়াং জাতির জাদুঘরও ধ্বংস হয়েছে। কেবল পেইছুয়ান জেলায় ৪০০টিরও বেশি মূল্যবান পুরাকীর্তি ও জরিপের বিপুল তথ্য ধ্বংসাবশেষে চাপা পড়েছে । ওয়েনছুয়ান জেলার বৃহত্তম ও সবচেয়ে প্রাচীন ছিয়াং জাতির রোব গ্রামের সকল বাড়িঘর ভেঙে গেছে। দুর্গত অঞ্চলের শতাধিক ছিয়াং জাতির বৈশিষ্ট্যসম্পন্ন তিয়াও লো, আবাস ভবন ও সেতু ধ্বংস হয়ে গেছে। ছিয়াং জাতি কেবলই ভাষা আছে, কিন্তু অক্ষর নেই। জাতিগত সংস্কৃতি প্রধানতঃ বৃদ্ধবৃদ্ধাদের মাধ্যমে বংশপরম্পরায় চলে আসছে। এবারের ভূমিকম্পে ছিয়াং জাতির ভাষা, ইতিহাস ও সংস্কৃতিতে বিশেষভাবে পারদর্শী কত জন উত্তরসূরী নিহত হয়েছে তার হিসেব এখনো পাওয়া যায় নি।

    ছিয়াং বাঁশির উত্তরসূরী হিসেবে হো ওয়াং ছুয়ান দীর্ঘকাল ধরে ছিয়াং জাতির সংস্কৃতির প্রসার ও সংরক্ষণের জন্য চেষ্টা চালিয়ে আসছেন। তিনি নিজেই ছিয়াং বাঁশি তৈরি করেন। সাধারণ পেনসিলের মতো লম্বা ছিয়াং বাঁশি সবচেয়ে ভালো সুর বের করতে চাইলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০০ মিটার উঁচু পাহাড়ে উঠে তীর বাঁশ কেটে আনতে হয়। তারপর বাঁশকে কয়েক মাস তেলে ডুবিয়ে রাখার পর হাত দিয়ে আস্তে আস্তে ঘষতে হয়। এক কথায় ছিয়াং বাঁশি তৈরির পদ্ধতি খুব জটিল। হো ওয়াং ছুয়ান ছিয়াং বাঁশি তৈরির পাশাপাশি ছিয়াং বাঁশির সুর সংগ্রহের কাজ করেন। তিনি স্থানীয় মাধ্যমিক ও প্রাথমিক স্কুলে ছিয়াং বাঁশি শেখানোর কোর্স খুলেছেন। এখন দশ বারো জন মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী তার সঙ্গে ছিয়াং বাঁশি বাজানো শিখছে। এভাবে তিনি ছিয়াং জাতির সংগীত ও সংস্কৃতি নতুন প্রজন্মকে শেখান।

    হো ওয়াং ছুয়ানের মতো চীন সরকার, উত্তরাধিকার বিশেষজ্ঞ ও সংখ্যালঘু জাতির কর্মীরা ছিয়াং জাতির সাংস্কৃতিক উত্তরাধিকার উদ্ধার করার জন্য নিরলস চেষ্টা চালাচ্ছে। ২৪ মে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ভূমিকম্প কবলিত অঞ্চলে দেশি-বিদেশি সংবাদদাতাদের যৌথ সাক্ষাত্কার দেয়ার সময় স্পষ্টভাবে বলেছেন, ভালোভাবে ছিয়াং জাতির প্রাচীন সংস্কৃতি ও সভ্যতা রক্ষা করতে হবে। চীনের বিষয়গত সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক চাং ছিং শান সংবাদদাতাকে বলেন, সংশ্লিষ্ট পক্ষ ছিয়াং জাতির সাংস্কৃতিক উত্তরাধিকারের ক্ষতি কমানোর জন্য সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, 'প্রথমে বৈজ্ঞানিক তত্ত্বে নির্ধারিত হয়েছে যে, জনসাধারণের সুষ্ঠু জীবনযাবনের ব্যবস্থা করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব প্রাকৃতিক দুর্যোগের কঠিন অবস্থা দূর করতে হবে। এর পাশাপাশি তাদের আগের প্রথা ও জীবনকে সম্মান করা এবং উত্তরাধিকার সংরক্ষণ করা উচিত। মৃত বৃদ্ধ শিল্পীদের অনেক মূল্যবান জিনিস হারিয়ে গেছে। কোন উপায় নেই। কিন্তু আমরা ক্ষতি কমানোর জন্য যথাসাধ্য চেষ্টা চালাবো।'

    ভূমিকম্পের পর জাতীয় পুরাকীর্তি ব্যুরো খুব দ্রুত স্থানীয় অঞ্চলে একটি বিশেষজ্ঞ গ্রুপ পাঠিয়েছে। তারা বিনষ্ট পুরাকীর্তি ও প্রাচীন স্থাপত্য পর্যালোচনা করেছেন। চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ছিয়াং জাতির সাংস্কৃতিক সংরক্ষণ এবং দুর্যোগোত্তর পুনর্গঠন সংক্রান্ত বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে। চীনের লোক শিল্পকলা ও শিল্পী কমিটিসহ নানা বেসরকারী সংস্থাও 'জরুরীভাবে ছিয়াং জাতির সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ সংক্রান্ত বিশেষজ্ঞদের গবেষণা গ্রুপ' গঠন করেছে। তারা ছিয়াং জাতির সাংস্কৃতিক উত্তরাধিকারের ক্ষয়ক্ষতি ও উত্তরসূরীদের অবস্থা জানা এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে সংরক্ষণ ও পুনর্গঠনের নির্দিষ্ট প্রস্তাব করেছে।

চাং ছিং শান 

    চীনের বিষয়গত সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক চাং ছিং শান বলেন, পুনর্গঠন প্রক্রিয়ায় সংখ্যালঘু জাতির আদি অবস্থাকে সম্মান প্রদর্শন এবং যথা সম্ভব তাদের আগের পরিবেশ পুনরুদ্ধার করা উচিত। তিনি বলেন, 'প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি অপরিমেয়। মনোরম গ্রামে ছিয়াং জাতি ও তিব্বতী জাতির মানুষ বংশপরম্পরায় বসবাস করে। তাদের প্রথা আর এই প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। আমাদেরকে পুনর্গঠনের সময় স্থানীয় প্রথা এবং জনসাধারণের ইচ্ছাকে সম্মান দিয়ে আগের রূপ পুনরুদ্ধার করতে হবে। তারা ছিয়াং জাতি, তিব্বতী জাতি ও ই জাতির সঙ্গে কোন সম্পর্ক নেই, এমন একটি নতুন গ্রাম চায় না।'

    ৫৯ বছর বয়স্ক ইয়ু কুয়াং ইউয়ান হচ্ছেন ছিয়াং জাতির শালাং নৃত্যের উত্তরসূরী। তার বাড়ি সংস্কৃতি সংরক্ষণ অঞ্চলের কেন্দ্রস্থল মাও জেলায়। তিনি চীনের সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজিত ছিয়াং জাতির সাংস্কৃতিক ও প্রাকৃতিক সংরক্ষণ অঞ্চলের পরিকল্পনা সংক্রান্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, 'এখন মাও জেলায় ছিয়াং জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি। ৮০ শতাংশ ছিয়াং জাতির মানুষ ছিয়াং ভাষায় কথা বলে। তাদের থাকার পরিবেশেও ঐতিহ্যিক স্থাপত্য স্টাইল বজায় রয়েছে। মাও জেলায় লোক প্রথা, নৃত্য, সংগীত, পোশাক ও খাদ্য অপেক্ষাকৃত ভালোভাবে সংরক্ষিত আছে। এ অঞ্চলকে কেন্দ্র করে আশেপাশের লি জেলা, সোং পান, হেই সুই ও ওয়েনছুয়ান প্রভৃতি অঞ্চলে সংরক্ষণ কাজ চালালে ভালো ফল পাওয়া যাবে।'

    ইয়ু কুয়াং ইউয়ান বলেন, ছিয়াং জাতির সংস্কৃতি ভালো জানেন এমন অনেক বৃদ্ধবৃদ্ধা মারা গেছেন। কিন্তু বাচ্চারা জীবিত আছে। ছিয়াং জাতি হাজার হাজার বৃষ্টি ও বাতাস অতিক্রম করেছে। ছিয়াং জাতির মর্ম চিরকাল থাকবে। তারা সাহস করে সামনে এগিয়ে যাবে। আকর্ষণীয় ছিয়াং বাঁশির সুর অদূর ভবিষ্যতে আবার ছিয়াং জাতির গ্রামে ভেসে উঠবে। (ইয়ু কুয়াং ইউয়ে)