v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-09 18:57:19    
জি-৮ ও উন্নয়নশীল দেশগুলোর নেতাদের সংলাপ সম্মেলনে হু চিন থাওয়ের ভাষণ

cri

    জি-৮ আর চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো এ পাঁচটি উন্নয়নশীল দেশের নেতাদের সংলাপ সম্মেলন ৯ জুলাই জাপানের হোক্কাইডোর টোয়াকোয় অনুষ্ঠিত হয়েছে। চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সম্মেলনে উপস্থিত ছিলেন এবং ভাষণ দিয়েছেন।

    হু চিন থাও বলেন, বিভিন্ন দেশের উচিত সামষ্টিক নীতির সমন্বয় জোরদার করা এবং বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার জন্য চেষ্টা চালানো। শিল্পোন্নত দেশগুলোর উচিত প্রতিশ্রুতি পালন করে উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য বাড়ানো, ঋণ মওকুফ করা, বাজার উন্মুক্ত করা এবং প্রযুক্তি হস্তান্তর করা। উন্নয়নশীল দেশগুলোর উচিত দক্ষতা জোরদার করা। জাতিসংঘের উচিত অব্যাহতভাবে নির্দেশনা ও সমন্বয়ের ভূমিকা পালন করা।

    হু চিন থাও জোর দিয়ে বলেন, বিশ্বে খাদ্যের চাহিদা বাড়ার দায় উন্নয়নশীল দেশগুলোর ওপর চাপানো যুক্তিহীন। খাদ্য মূল্যবৃদ্ধির সমস্যা সমাধানের জন্য সবচেয়ে জরুরী কাজ হচ্ছে সাহায্যের মাত্রা বাড়ানো এবং জাতিসংঘের সমন্বয়ের ভূমিকায় সমর্থন করা।

    সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা সারা বিশ্বে সার্বিক ও ভারসাম্য পূর্ণভাবে কার্যকর করার জন্য হু চিন থাও উন্নয়নশীল দেশ ও শিল্পোন্নত দেশের মধ্যে সত্যিকারের উন্নয়ন অংশীদারিত্বের সম্পর্ক স্থাপনের প্রস্তাব উত্থাপন করেন।

    একই দিন সকালে হু চিন থাও জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৃহত্ অর্থনীতির বড় দেশের নেতাদের সম্মেলনে উপস্থিত ছিলেন। তিনি সার্বিকভাবে জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবেলায় চীনের মৌলিক অবস্থান এবং নানা ব্যবস্থা ব্যাখ্যা করেন। (ইয়ু কুয়াং ইউয়ে)