আফগানিস্তানে জঙ্গী হামলা মোকাবিলার জন্য মার্কিন বিমানবাহী জাহাজ " লিনকোনে"কে ওমান উপসাগরে মোতায়েন করা হবে। এতে আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর বিমান থেকে আঘাত হানার ক্ষমতা অনেক বেড়ে যাবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে " ওয়াশিংটন পৌস্ট পত্রিকার " ওয়েব-সাইটে বলা হয়েছে, এতে " লিনকোনে " বিমানবাহী জাহাজ থেকে আফগানিস্তানে বিমান হামলার সময় অনেক কমে যাবে।
সম্প্রতি আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। সেখানে আরো মার্কিন সৈন্য পাঠানো ও বিমান সমর্থনের অনুরোধ দিন দিন বাড়ছে। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ও মার্কিন স্টাফ প্রধানদের যৌথ সম্মেলনের চেয়ারম্যান মাইকেল মুল্লেন ইংগিত দিয়েছেন যে, ইরাকের পরিস্থিতি কিছুটা প্রশমিত হওযা ও আফগানিস্তানের পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ভবিষ্যতে ইরাকে মোতায়েন কিছু কিছু মার্কিন সৈন্যকে আফগানিস্তানে স্থানান্তর করার সম্ভাবনা আছে । --ওয়াং হাইমান
|