৯ জুলাই চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, এদিন দুপুর ১২টা পর্যন্ত চীনের বিভিন্ন পর্যায়ের সরকার ভূমিকম্পে উদ্ধার ও ত্রাণের জন্য মোট ৫৬.০৮৮ বিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে, যা গতকালের তুলনায় ১ বিলিয়ন ইউয়ান বেশি । চীনে দেশ-বিদেশের বিভিন্ন মহলের আর্থিক সাহায্য ও ত্রাণ-সামগ্রীর মোট মূল্য প্রায় ৫৬.৯ বিলিয়ন ইউয়ান। দুর্গত অঞ্চলে পাঠানো হয়েছে ২০.৪ বিলিয়ন ইউয়ান ।
চীনের রাষ্ট্রীয় পরিষদ তথ্য কার্যালয় ভূমিকম্প উদ্ধার ও ত্রাণ সদর দফতরের অনুরোধে জানিয়েছে , এদিন দুপুর ১২টা পর্যন্ত সি ছুয়ান, কান সু এবং শান'সি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ১ লাখ ৩৮ হাজারেরও বেশি। এর মধ্যে ১ লাখ ২৫ হাজারেরও বেশি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু হয়েছে।
এদিন একই সময় পর্যন্ত সি ছুয়ান প্রদেশের ওয়েন ছুয়ান ভূমিকম্পে নিহতের সংখ্যা ৬৯ হাজার ১৯৭ । এতে আরও ১৮ হাজার ৩৭৯ লোক নিখোঁজ রয়েছে। গতকালের পর এ সংখ্যার পরিবর্তন হয়নি। --ওয়াং হাইমান
|