ইরাকের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ মুওয়াফাক আল-রুবাই ৮ জুলাই বলেন, যুক্তরাষ্ট্র ইরাক থেকে অবিলম্বে সৈন্য প্রত্যাহারের সময়সূচী নির্ধারণ না করলে, ইরাক যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে না।
এদিন আল-রুবাই বলেন, ইরাক ও যুক্তরাষ্ট্রের আলোচনায় বহু মতভেদ রয়ে গেছে।
এদিন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র গোন্জালো গ্যালেগস বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইরাকের পরিস্থিতি অনুযায়ী বাহিনী প্রত্যাহরের সিদ্ধান্ত নেবে।
ছাই ইউয়ে
|