v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-08 20:28:43    
'রং ও অলিম্পিক' থিমে পেইচিং আন্তর্জাতিক চিত্রকলারদ্বিবার্ষিক প্রদর্শনী শুরু

cri
    ৮ জুলাই " রং ও অলিম্পিক" থিমের ওপর চীনের তৃতীয় পেইচিং আন্তর্জাতিক চিত্রকলার দ্বিবার্ষিক প্রদর্শনী আড়ম্বপূর্ণভাবে চীনের চিত্র গ্যালারিতে উদ্বোধন হয়েছে । ৮১টি দেশ ও অঞ্চলের প্রায়৭০০ শিল্পীরপ্রায় ৭৫০টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে ।

    পেইচিংয়ের দ্বিবার্ষিক চিত্র প্রদর্শনী চীনের সর্বোচ্চ ও বৃহত্তম একটি আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী । পরিকল্পনা অনুযায়ী তৃতীয় পেইচিং চিত্র প্রদর্শনী গত বছরে অনুষ্ঠিত হওয়ার কথা । কিন্তু আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী এবং অলিম্পিক গেমসের মধ্যে মেলবন্ধনবাস্তবায়নের জন্য চিত্র প্রদর্শনীটিকে বিশেষভাবে এক বছর স্থগিত রেখে পেইচিং অলিম্পিক গেমস শুরুর এক মাস আগে উদ্বোধন করা হয় । চীনের চিত্রকলা সমিতির চেয়ারম্যান চিন শাংই উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন । তিনি বলেন , তৃতীয় পেইচিং চিত্রকলা দ্বিবার্ষিক প্রদর্শনীকে বিশেষভাবে " রং ও অলিম্পিক" এবং অলিম্পিক গেমসের সঙ্গে ২০০৮ সালে অনুষ্ঠানের সিদ্ধান্তনেওয়া হয়েছে । বিশ্বের চোখে ২০০৮ সাল অলিম্পিক বর্ষ । বিভিন্ন দেশের শিল্পীদের মনে ২০০৮ সাল চিত্রকলা বর্ষও । আজ উদ্বোধন করা তৃতীয় দ্বিবার্ষিকআন্তর্জাতিক চিত্রকলাপ্রদর্শনীতে সংস্কৃতির সৌন্দর্য প্রতিফলিত হচ্ছে। এটা পেইচিং অলিম্পিক গেমসকে বিশ্বের চিত্র শিল্পীদের দেয়া একটি বড় উপহার এবং পেইচিং অলিম্পিক গেমস উদ্বোধনের প্রাক্কালে একটি শুভ সুচনা ।

    বিভিন্ন দেশের চিত্রশিল্পীরা ক্রীড়ার সমন্বয়ে নিজেদের চিত্রকর্ম নির্মাণকরেছেন । যারা অলিম্পিক আন্দোলনে অবদান রেখেছেন কোনো কোনোচিত্রে তাদেরকে তুলে ধরা হয়েছে । ক্রীড়াবিদরা বিজয়ের জন্য যে অক্লান্তপ্রশিক্ষণ নিয়েছেন কোনো কোনো চিত্রে তা প্রতিফলিত হয়েছে । গোটা প্রদর্শনীতে শান্তি, সম্প্রীতি, বন্ধুত্ব ও ভালবাসা এবং অভিন্ন অগ্রসরতা সম্পর্কে অলিম্পিক মনোবল প্রতিফলিত হয়েছে । রাশিয়ার চিত্র শিল্পী দ্রিমিতলিরচিত্রে তিউনিসিয়ার বসন্তকালের দৃশ্য দেখানো হয়েছে । এ সম্পর্কে তিনি বলেন , আমার এই চিত্রের থিম হল বসন্ত, ফুল ও জীবন । বসন্ত এসেছে ।

হাজার হাজার প্রাণী ও উদ্ভিদ পুনরুজ্জীবিত হয়েছে । অলিম্পিক গেমস একটি আনন্দ উত্সবের মতো । আমি মনে করি , জীবনে আনন্দ থাকা উচিত । আমার চিত্রকর্মেও আনন্দ থাকা উচিত । চিত্রে আমি কৃষি জমি এবং কৃষকের জীবনযাত্রা এঁকেছি । এ ধরণের রং ও দৃশ্য মানুষের আনন্দের মনোভাব ব্যক্ত করে ।


1 2