চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ৮ জুলাই নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, কোরীয় পরমাণু সংক্রান্ত ছ'পক্ষীয় বৈঠকের প্রক্রিয়া আরো ত্বরান্বিত করার জন্য ছ'পক্ষ ১০ জুলাই পেইচিংয়ে প্রতিনিধি দলের নেতাদের তিন দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে।
ছিন কাং বলেছেন, এবারের সম্মেলনে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচী ও পদক্ষেপ সার্বিক বাস্তবায়ন নিয়ে প্রধানত আলোচনা করা হবে। অংশগ্রহণকারীরা অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করবেন। সম্মেলনে দ্বিতীয় পর্যায়ের কর্মসূচী বাস্তবায়নের জন্য কোরীয় উপদ্বীপের পরমাণু অস্ত্রমুক্তকরণের কর্মী দল এবং অর্থনীতি ও জ্বালানি সম্পদ সহযোগিতার কর্মী দলও অধিবেশন আয়োজন করবে। যাতে ছ'পক্ষীয় বৈঠকের নতুন পর্যায়ে প্রবেশের ক্ষেত্রে সহায়ক হয়।(লিলু)
|