জি-৮ ও উন্নয়নশীল দেশের নেতাদের সংলাপ সম্মেলনে অংশ নেয়ার জন্য চীনের প্রেসিডেন্ট হু চিন থাও, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট থাবো এমবেকি ও মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপ কালদেরোন ৮ জুলাই জাপানের সাপোরোয় মিলিত হয়েছেন। পাঁচটি দেশের নেতারা বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি, খাদ্য নিরাপত্তা, জলবায়ুর পরিবর্তন, জ্বালানি সম্পদের নিরাপত্তা ও সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রাসহ নানা বিষয় নিয়ে মত বিনিময় করেছেন।
হু চিন থাও জোর দিয়ে বলেন, বর্তমান বিশ্বের অর্থনীতিতে অস্থিতিশীলতা ও পরিবর্তনের উপাদান বেড়েছে। পাঁচটি রাষ্ট্রের উচিত যোগাযোগ ও সমন্বয় জোরদার করা, পারস্পরিক সুবিধাজনক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা করা, যৌথভাবে সমস্যা মেকাবেলা করা, অর্থনীতির অপেক্ষাকৃত দ্রুত উন্নয়নের প্রবণতা ও প্রাণশক্তি বজায় রাখা এবং বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের জন্য অব্যাহত অবদান রাখা।
খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে হু চিন থাও বলেন, বর্তমান বিশ্ব জুড়ে খাদ্যের মূল্য বৃদ্ধির দায়িত্ব বড় উন্নয়নশীল দেশের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে দায়িত্ববোধহীন কার্যকলাপ। বিশ্বের বড় খাদ্য উত্পাদন ও ভোক্তা দেশ হিসেবে এ পাঁচটি দেশের যৌথভাবে খাদ্য নিরাপত্তা রক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ইতিবাচক প্রয়াস ত্বরান্বিত করা উচিত।
অংশগ্রহণকারী এ পাঁচটি উন্নয়নশীল দেশ একটি রাজনৈতিক বিবৃতি প্রকাশ করেছে। বিতৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, বিশ্বের আর্থিক ব্যবস্থা ও তত্ত্বাবধানের দায়িত্ব জোরদার করতে হবে। ন্যায়সংগত, প্রকাশ্য, উপযুক্ত ও বৈষম্যহীন আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
বিবৃতিতে আন্তর্জাতিক সম্প্রদায় 'অভিন্ন তবু অথচ ভিন্ন দায়িত্ব পালনের' মূলনীতি এবং নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দীর্ঘমেয়াদী সহযোগিতার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করার তাগিদ দেয়া হয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|