চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং বলেছেন , চীন পেইচিংয়ে অলিম্পিকের সংশ্লিষ্ট অনুষ্ঠানে যোগ দিতে বিদেশী নেতাদের স্বাগত জানাচ্ছে এবং এর জন্যে সব ধরণের সুযোগ সুবিধা দিতে আগ্রহী ।
৮ জুলাই পেইচিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে ছিন কাং বলেন , সাধারণত একটি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান সেই দেশের অলিম্পিক কমিটির আমন্ত্রণে নিবন্ধিত বিশিষ্ট অতিথি হিসেবে অলিম্পিকের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে থাকেন । চীন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সংশ্লিষ্ট নিয়মকানুন ও অলিম্পিক গেমসের প্রথা অনুসারে অলিম্পক গেমস চলাকালে উপস্থিত বিদেশী নেতাদের জন্যে নানা ধরণের সুযোগ সুবিধা দেবে ।
ছিন কাং আরো বলেন , পেইচিং অলিম্পিক ঘনিয়ে আসার সংগে সংগে কোনো কোনো শক্তি , সংগঠন ও ব্যক্তি বিশেষ ফলাও করে নানা ধরণের অপপ্রচার করে বেড়াচ্ছে । এতে চীন সরকার ও চীনা জনগণ বহু আগে থেকেই অভ্যস্ত ।
ছিন কাং বলেন , কোনো শক্তি চীনের উন্নয়ন ও সফল অলিম্পিক গেমসকে ঠেকাতে পারবে না ।
|