চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং ৭ জুলাই হংকং অর্থ ব্যবস্থাপনা ব্যুরো পরিদর্শন,হংকংবাসীদের বাড়ি সফর এবং হংকংয়ের বিভিন্ন শেণী পেশার মানুষের সঙ্গে ব্যাপক যোগাযোগ করেছেন। ৮ জুলাই প্রকাশিত হংকংয়ের প্রধান প্রধান পত্রিকাগুলোতে এ সম্পর্কিত ভাষ্যে বলা হয়েছে, ধারাবাহিক কর্মসূচী থেকে বোঝা যায় যে, কেন্দ্রীয় সরকার হংকংবাসীর জীবনযাপনের ওপর নজর রাখছে এবং আগের মতো ভবিষ্যতেও হংকংকে সমর্থন করবে।
হংকংয়ের 'দা কুং' পত্রিকার এক নিবন্ধে বলা হয়েছে, সি চিন পিংয়ের সফর কমপক্ষে দুটি গুরুত্বপূর্ণ তথ্য বার্তা পৌছে দিয়েছে। একটা হচ্ছে জনগণের জন্য প্রশাসন এবং মানুষকে প্রাধান্য দেয়া। অন্যটি হচ্ছে অর্থনীতির বিকাশ ঘটিয়ে জনগণের জীবনযাপনের মান উন্নত করা। বিশেষ প্রশাসনিক অঞ্চল সরকার এবং সকল হংকংবাসী এর জন্য অভিন্ন চেষ্টা চালাবে এবং হংকংয়ের স্থিতিশীলতা, সমৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করবে।
হংকংয়ের 'শাং পাও' ও 'ওয়েনহুই' পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয় প্রবন্ধে বলা হয়েছে, ৭ জুলাই সি চিন পিং জানিয়েছেন, চীনের বাণিজ্য মন্ত্রণালয় অদূর ভবিষ্যতে হংকং সরকারের সঙ্গে হংকংয়ের সেবা শিল্প মূলভূভাগে, বিশেষ করে কুয়াংতুং প্রদেশে প্রবেশ সংক্রান্ত দলিল স্বাক্ষর করবে। নিঃসন্দেহে হংকংয়ের অর্থনীতির জন্য এটি একটি সুখবর। এর মধ্যে সুপ্ত বাণিজ্যিক সুযোগের কথা উল্লেখ করার দরকার নেই। কেন্দ্রীয় সরকার সময় মতো বার বার সাহায্যের হাত বাড়িয়েছে। এ থেকে স্পষ্ট যে, হংকংয়ের অর্থনৈতিক বিকাশ ও জনগণের জীবনযাপনের মান উন্নয়নের হিতকর কাজে কেন্দ্রীয় সরকার অব্যাহতভাবে ইতিবাচক সমর্থন দেবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|