যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র স্কট স্ট্যানজেল সোমবার বলেছেন , দু দেশের দীর্ঘকালীন সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে অনুষ্ঠিত মার্কিন-ইরাক আলোচনায় ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সঠিক সময়ের বিষয়টি স্থান পায় নি ।
স্টানজেল বলেন , মার্কিন-ইরাক আলোচনার লক্ষ্য হচ্ছে দু দেশের ভবিষ্যত সম্পর্কের কাঠামো ও ইরাকে মার্কিন সৈন্য মোতায়েন বিষয়ে মতৈক্যে পৌঁছানো । তিনি জোর দিয়ে বলেন , এ আলোচনায় ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সময়সূচী অন্তর্ভূক্ত হয় নি ।
একই দিন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রায়ান হুইটমানও ওয়াশিংটনে বলেন , ইরাকের বাস্তব অবস্থা বিবেচনা করে সেখান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সময় নির্ধারণ করা হবে ।
মনে করা হচ্ছে যে , যুক্তরাষ্ট্রের এসব বক্তব্য এদিন ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকির সংশ্লিষ্ট বক্তব্য খন্ডন করার শামীল । সংযুক্ত আরব আমিরাত সফরের সময় মালিকি বলেছেন , মার্কিন-ইরাক আলোচনায় উভয় পক্ষ ইরাক থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সময়সূচী সম্পর্কে একটি সমঝোতামূলক স্মারক স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে
|