v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-07 21:06:29    
লোক সংগীতানুষ্ঠান 'ইউয়েফু গ্যালারি'

cri

  

 কিছু দিন আগে চীনের কেন্দ্রীয় লোক সংগীত দল পেইচিংয়ে 'ইউয়েফু গ্যালারি' নামে একটি বিশেষ লোক সংগীতানুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানটি হচ্ছে ২০০৮ পেইচিং অলিম্পিক গেমসের ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্যতম। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্য এই সংগীতানুষ্ঠানের অংশ বিশেষের রেকর্ডিং শোনাবো।

    এখন আপনারা 'ইউয়েফু গ্যালারি' সংগীতানুষ্ঠানের উদ্বোধনী সংগীত 'আওয়া পাহাড়' শুনছেন। এই সংগীতটি চীনের বিখ্যাত সুরকার কুও ওয়েন চিংয়ের নতুন কর্ম। সংগীতটি লয় গভীর ও স্থিত। সুরের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুনান প্রদেশের আওয়া পাহাড়ের মনোরম প্রাকৃতিক দৃশ্য ও সংখ্যালঘু ওয়া জাতির জনগণের বিশিষ্ট জাতিগত প্রথা বর্ণিত হয়েছে।

    ২৯তম অলিম্পিক গেমস ৮ আগস্ট পেইচিংয়ে অনুষ্ঠিত হবে। অলিম্পিক গেমস কেবল বিশ্ব ক্রীড়াঙ্গনের মহাসম্মিলনি তা নয়, এটা বিশ্ব সংস্কৃতিরও একটি মহাসম্মিলনি। অলিম্পিক গেমস হচ্ছে আয়োজক দেশের জন্য নিজের স্বকীয় জাতিগত সংস্কৃতি প্রদর্শনের ভাল মঞ্চ। লোক সংগীতানুষ্ঠান 'ইউয়েফু গ্যালারি' চলমান ২০০৮ পেইচিং অলিম্পিক গেমসের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর অন্যতম। এ জন্যই সংশ্লিষ্ট বিভাগ এর ওপর এতো গুরুত্ব দিয়েছে। উদ্যোক্তা পক্ষ জানিয়েছে, সংগীতের মধ্য দিয়ে চীন বিশ্বকে একটি চলমান সৃজনশীল ও জাতিগত বৈশিষ্ট্যের ওপর গুরুত্ব দেওয়া চীনকে দেখাবে। চীনের সংস্কৃতি বৈচিত্র্যময়।

 'ইউয়েফু গ্যালারি' এর সংগীত যথাযথভাবে চীনের জাতিগত সংগীত ও চিত্রাঙ্কন শিল্পের বৈশিষ্ট্যের মিলন ঘটিয়েছে। সংগীতের পটভূমি হিসেবে চীনের এক একটি ঐতিহ্যিক চিত্র মঞ্চের আলোক ব্যবস্থা, শ্রবণের কার্যকারিতা ও সংগীতের পরিবর্তনের সাহায্যে দর্শকদেরকে চীনের লোক সংগীত ও চিত্র শিল্প আরো ভালোভাবে জানানোর চেষ্টা চালিয়েছে। চীনের কেন্দ্রীয় লোক সংগীত দলের নেতা শি ছিয়াং জানিয়েছেন, 'ইউয়েফু গ্যালারি' হচ্ছে চীনের ঐতিহ্যিক লোক সংগীতের সংস্কার। আমরা মঞ্চের চিত্রকলা, আলোক ও কাপড়ের ওপরে সৃজনশীল কাজ করেছি। আমরা মঞ্চকে একটি বড় গ্যালারির মতো করে সাজিয়েছি। চীনের বিভিন্ন রাজবংশের মূল্যবান চিত্রের সমাহার ঘটানো হয়েছে এখানে। ফুল, পাখি, মানুষ, প্রাকৃতিক দৃশ্য ও নববর্ষের চিত্র সংগীতানুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রদর্শিত হয়। শি ছিয়াং বলেন, 'চীনের ঐতিহ্যিক চিত্র আঁকার ইতিহাস সুদীর্ঘ কালের। আমরা চীনের শ্রেষ্ঠ ঐতিহ্যিক চিত্রগুলোর মধ্যে প্রতিনিধিত্বকারী চিত্রগুলোকে বেছে নিয়ে বিশেষ সুর দিয়ে সাজিয়েছি, অর্থাত্ একটি চিত্র হচ্ছে একটি সংগীত। চীনের সবচেয়ে বিখ্যাত সুরকাররা এ সব সংগীতের সুর দিয়েছেন।'

 

   কেন্দ্রীয় লোক সংগীত দল হচ্ছে চীনের লোক সংগীত বাদন প্রতিনিধিত্বকারী জাতীয় পর্যায়ের পেশাগত সংগীত দল। ১৯৯৮ ও ১৯৯৯ সালে এ সংগীত দল দু'বার ভিয়েনার গোল্ডেন হলে সফল সংগীতানুষ্ঠান করেছে। ২০০০ সালে এ সংগীত দল জাতিসংঘ সদর দপ্তরে নিখুঁত সংগীত উপহার দিয়ে সমাদর পেয়েছে। তারা সংগীতের মাধ্যমে বিশ্বকে চীনের লোক সংগীতের বৈশিষ্ট্যপূর্ণ মোহিনীয় শক্তি প্রদর্শন করেছে।

    এখন আপনারা বাঁশিতে সঙ্গত দেওয়া সংগীত 'পদ্ম ফুলের পূর্ণ প্রস্ফুটন'শুনছেন। তরুণী বাদ্যযন্ত্রী জেন গে গে সুরটি বাজিয়েছেন। নারী কন্ঠের গান ও পদ্ম ফুলের চিত্রের পটভূমিতে সংগীতটি আমাদের কবিতা ও ছবির মতো অনুভূতি দেয়া।

 'ইউয়েফু গ্যালারি' দর্শন ও শ্রবণের সেতুবন্ধ তৈরির চেষ্টা করেছে। অর্থাত্ সংগীতের মধ্যে চিত্র আছে। চিত্রের মধ্যে সংগীতও উপভোগ করা যায়। বিভিন্ন চিত্রের জন্য বিভিন্ন ধরনের সংগীত বাছাই করা হয়েছে। সংগীতানুষ্ঠানে প্রধানতঃ চীনের অর্কেস্ট্রা বাদ্যযন্ত্র দিয়ে সমবেত বা একক পদ্ধতিতে চীনের নানা বৈশিষ্ট্যের বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়েছে।

    এখন আপনারা বিখ্যাত পিপা বাদ্যযন্ত্রী উ ইয়ু সিয়ার বাজানো 'লিয় ইয়াও' নামের একটি সংগীত শুনছেন। সংগীতটিতে চীনের থাং রাজবংশের সময় রাজপ্রাসাদে নাচ গানের দৃশ্য বর্ণিত হয়েছে। 'লিয় ইয়াও' থাং রাজবংশের একটি জনপ্রিয় সুর ছিল, কিন্তু পরে এ সুর হারিয়েছে। সুরকার ইয়াং চিয়ে মিং অনেক ঐতিহাসিক বইপত্র পড়ার পর প্রাচীন কবিতা অনুসারণ করে এই সুরটি পুনরুদ্ধার করেছেন। শুনুন তাহলে।

   অনুষ্ঠানের শেষে শুনুন 'পাইন গাছের গান শোনো'। এ সংগীতে এরহু নামে চীনের ঐতিহ্যিক বাদ্যযন্ত্রের একক সুর ছিলো। পরে তাকে সংস্কার করে ব্যান্ডের সঙ্গে এরহু এর সমবেত সুর রুপান্তর করা হয়েছে। সংগীতটি শুনে মনে হয়, পাইন গাছের বনে বাতাসের সঙ্গে গাছের শব্দ গোটা পাহাড়ী অঞ্চলে ছড়িয়ে পড়ে। আমরা একসাথে তা উপভোগ করি। (ইয়ু কুয়াং ইউয়ে)