v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-07 19:17:39    
জি-৮ ও সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সংলাপের জন্য হু চিনথাও জাপানে

cri
    চীনের প্রেসিডেন্ট হু চিনথাও জাপানের উদ্দেশ্যে আজ বিকেলে পেইচিং ত্যাগ করেছেন । তিনি জাপানের হোক্কাইডোতেঅনুষ্ঠিতব্য জি-৮ এবং সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সংলাপ করবেন । অধিবেশনের ফাঁকে তিনি সম্মেলনে অংশগ্রহণকারী উদীয়মান উন্নয়নশীল দেশগুলো ও পাশ্চাত্ত্যের শিল্পোন্নত দেশগুলোর নেতাদের সঙ্গে বেশ কয়েকটি দ্বিপাক্ষীয় বৈঠক করবেন ।

    ৮ জুলাই হু চিনথাও সর্বপ্রথমে চীন , ভারত , ব্রাজিল , দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোসহ ৫টি উন্নয়নশীলদেশের শীর্ষ বৈঠকে অংশ নেবেন এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট সমস্যা নিয়ে মত বিনিময় করবেন । ৯ জুলাই তিনি জি-৮ এবং ৫টি উন্নয়নশীলদেশের শীর্ষনেতাদের সংলাপে অংশ নেবেন , তাদের সঙ্গে প্রধানত অর্থবিনিয়োগ, নতুন উদ্ভাবন , ও উন্নয়নসহ বিভিন্ন সংশ্লিষ্ট সমস্যা যা গত সংলাপে স্থির করা হয়েছে তার উন্নয়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন । এর পর অনুষ্ঠিতব্য বড় অর্থনীতির দেশগুলোর জ্বালানী সম্পদের নিরাপত্তা ও জলবায়ুর পরিবর্তন সম্পর্কিত শীর্ষ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের সমস্যা নিয়ে আলোচনা হবে । তার পর জি-৮-এর সদস্য , ৫টি উন্নয়নশীল দেশ , অষ্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ কোরিয়ার নেতারা যৌথভাবে মধ্যাহ্নভোজ খাবেন । বিশ্ব অর্থনীতির পরিস্থিতি ও খাদ্যের নিরাপত্তা শীর্ষ নেতাদের প্রধান আলোচ্য বিষয় হবে ।

    গত বছরের জি-৮ ও উন্নয়নশীল দেশগুলোর শীর্ষসম্মেলনে হু চিনথাও জলবায়ু পরিবর্তনের সমস্যা সম্পর্কে চীনের অভিমত ও প্রস্তাব ব্যাখ্যা করেছিলেন । গোটা পৃথিবীর জলবায়ু পরিবর্তন মোকাবেলাও হবে এ বারের সম্মেলনের অন্যতম প্রধান আলোচন্য বিষয় । কিছু দিন আগে অনুষ্ঠিত এক সংবাদসম্মেলনে জলবায়ুর পরিবর্তন মোকাবেলা বিষয়ক চীনের রাষ্ট্রীয় নেতৃগ্রুপ কার্যালয়েরদায়িত্বশীল ব্যক্তি রাষ্ট্রীয় সংস্কার ও উন্নয়ন কমিশনের জলবায়ু বিষয়ক অফিসের প্রধান সু ওয়েই আবারও চীনের দৃষ্টিভংগী তুলে করেছেন । তিনি বলেন , জলবায়ুর পরিবর্তন সমস্যার জন্য ব্যাপক উন্নয়নমুখী দেশগুলোর দায়িত্ব নেই বটে , কিন্তু তারা জলবায়ুর পরিবর্তনের কুপ্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে । জলবায়ুর পরিবর্তনের যে ব্যাপক, গভীর ও গুরুতর প্রভাব ফেলেছে তা আগে কখনো দেখা যায় নি এবং এই সমস্যা সৃষ্টি করা শিল্পোন্নত দেশগুলো এককভাবে তা মোকাবেলা করতে সক্ষমও নয় । " জলবায়ু পরিবর্তন সম্পর্কে জাতিসংঘ চুক্তি" এবং" কিয়োটো প্রটোকল" অনুসারে শিল্পোন্নত দেশ ও উন্নয়নশীলদেশগুলোকে মিলিতভাবে তা মোকাবেলা করার চেষ্টা চালাতে হবে ।

    খাদ্যের নিরাপত্তা সবসময় মানবজাতির অস্তিত্ব ও উন্নয়নের এক প্রধান সমস্যা । গত কয়েক বছরে দ্রুত বেড়ে যাওয়া খাদ্য মূল্যে আন্তর্জাতিক খাদ্যের নিরাপত্তা কঠোর চ্যালেঞ্জের মুখে পড়েছে । আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা রক্ষার ব্যাপারে১৩০ কোটি লোকসংখ্যা বিশিষ্ট বৃহত্তম উন্নয়নশীলদেশ হিসেবে চীনের গুরুত্বপূর্ণভূমিকা রয়েছে । চীনের কৃষি মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের প্রধান লি চেনতুং বলেন , চীন সরকার সবসময় মনে করে যে , প্রতিটি মানুষের জন্য খাদ্য নিরাপত্তা মৌলিক মানবাধিকার । তিনি বলেন , দেশের উত্পাদনের ওপর নির্ভরশীল হয়ে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করে খাদ্যের বহুমুখী উত্পাদনের ক্ষমতা অবিরাম বাড়ানোর নীতিতে চীন সরকার অটল রয়েছে । পাশাপাশি বিশ্ব খাদ্যের নিরাপত্তা ক্ষেত্রে চীন মনোযোগের সঙ্গেনিজের আন্তর্জাতিক দায়িত্ব পালন করছে এবং বিশ্ব খাদ্য ও কৃষি উন্নয়নে নিজের অবদান রাখছে । আমরা সাধ্যমত আন্তর্জাতিক খাদ্যশস্য ও কৃষি সংস্থা এবং খাদ্যের অভাবে থাকা দেশগুলোকে খাদ্য সাহায্য করছি । অন্যান্যউন্নয়নশীল দেশগুলোর কৃষি ও খাদ্য উত্পাদনের মান উন্নত করতে সাহায্য করছি ।

    ২০০৩ সালের জুন মাস থেকে এপর্যন্ত প্রেসিডেন্ট হু চিনথাও এই পঞ্চমবার জি-৮ ও উন্নয়নশীল দেশগুলোর শীর্ষসম্মেলনে অংশ নিচ্ছেন । এ বারের শীর্ষ সম্মেলন থেকে চীনের প্রত্যাশা সম্পর্কে চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ চিয়েই বলেন , আমরা জি-৮ এবং সংশ্লিষ্ট দেশগুলো বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর শীর্ষ সম্মেলনের ওপর গুরুত্ব দেই । এবার দক্ষিণ-উত্তর সংলাপ জোরদার , বহুপাক্ষিক সহযোগিতা ও বিশ্বব্যাপী সমস্যার সমাধান তরান্বিত করা এবং একটি দীর্ঘস্থায়ী শান্তি, অভিন্ন সমৃদ্ধি ও সুষম বিশ্ব গড়ে তোলার ব্যাপারে অবদান রাখবে বলে চীন আশা করে । চীন শীর্ষসম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষের সঙ্গে মিলে যৌথভাবে চেষ্টা চালাতে ইচ্ছুক । চুং শাওলি