চীনের অর্থ মন্ত্রণালয় ৭ জুলাই ঘোষণা করেছে , ২০০৮ সালের ১ জুলাই থেকে ২০১১ সালের ৩০ জুন পর্যন্ত চীন সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ান ভূমিকম্প দুর্গত এলাকাগুলোর বিভিন্ন ধরণের ফি ও চাঁদা আংশিক সরকারী তহবিল মওকুফ করবে ।
সম্প্রতি চীনের অর্থ মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয় , ওয়েনছুয়ান ভূমিকম্প দুর্গত এলাকাগুলোর বিদ্যুত উত্পাদনকারী শিল্পপ্রতিষ্ঠান ও ব্যক্তি বিশেষের ইয়াংসি নদীর তিন গিরিখাত জলপ্রকল্পের নির্মাণ চাঁদা এবং বড় ও মাঝারী ধরণের জলাধার নির্মাণের জন্যে অধিবাসীদের স্থানান্তরে পরবর্তী পর্যায়ের সহায়তা চাঁদা মওকুফ করা হবে । বিজ্ঞপ্তিতে আরো বলা হয় , দুর্গত এলাকাগুলোর শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের সাংস্কৃতিক গঠনকাজ ফি , দেশের চলচ্চিত্র উন্নয়ন বিশেষ চাঁদা এবং নৌপথে যাত্রী ও মাল পরিবহন সংক্রান্ত অতিরিক্ত ফিও মওকুফ করা হবে ।
|