৭ জুলাই চীনের জাতীয় কপিরাইট ব্যুরো আয়োজিত এক প্রেস ব্রিফিং সূত্র থেকে জানা গেছে , চীনের কোনো কোনো ওয়েবসাইটের সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন ব্যতিরেকে চুমোলংমা শৃংগে অলিম্পিক মশাল হস্তান্তরের ভিডিও অনুষ্ঠান সম্প্রচারের মত আইন লংঘনকারী তত্পরতা থেকে বিরত থাকার আদেশ দেয়া হয়েছে । চীন এই প্রথমবারের মত অবৈধভাবে অলিম্পিক প্রতিযোগিতা সম্প্রচার তত্পরতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করল ।
এদিনের প্রেস ব্রিফিংয়ে চীনের জাতীয় কপিরাইট ব্যুরো , শিল্প ও তথ্যায়ন মন্ত্রণালয় এবং বেতার ও টেলিভিশন ব্যুরোর একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয় । বিজ্ঞপ্তিতে বলা হয় , ওয়েবসাইট ও মোবাইল ফোনের মাধ্যমে অবৈধভাবে অলিম্পিক প্রতিযোগিতা সম্প্রচার ও সংশ্লিষ্ট তত্পরতা নিষেধ করা হবে এবং সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন ব্যতিরেকে অলিম্পিক প্রতিযোগিতা সম্প্রচার করলে আইন মোতাবেক কঠোর শাস্তি দেয়া হবে ।
|