তিন দিনব্যাপী জি ৮ শীর্ষ সম্মেলন ৭ জুলাই দুপুরে জাপানের হোখাইডোতে শুরু হয়েছে। আটটি উন্নত দেশ ছাড়াও, ১৪টি সংশ্লিষ্ট দেশের নেতারাও এবারের শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন। এবার জি ৮ শীর্ষ সম্মেলনে অংশ গ্রহণকারী দেশের সংখ্যা সবচেয়ে বেশী।
বিশ্ব জলবায়ুর উষ্ণায়ন , আফ্রিকা সমস্যা, তেল ও খাদ্য মূল্য বৃদ্ধি ও নিরাপত্তা সহ বিশ্বব্যাপী সমস্যা এবার শীর্ষ সম্মেলনের প্রধান প্রধান আলোচ্য বিষয় হবে।
জানা গেছে, শীর্ষ সম্মেলনের প্রথম মধ্যাহৃ ভোজ সময় আটটি উন্নত দেশের শীর্ষ নেতা ও আফ্রিকার সাতটি দেশের নেতাদের মধ্যে খাদ্য মূল্য বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তা, পানি সরবরাহ ও শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রের সহায়তা নীতি ও অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে।
|