v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-07-07 14:15:45    
চীনে লাওসের রাষ্ট্রদূতের অলিম্পিক শুভেচ্ছা

cri

   সম্প্রতি আমাদের বেতারের সাংবাদিক চীনে লাওসের রাষ্ট্রদূত ভিছিত সিন্দাভনের একটি সাক্ষাত্কার নিয়েছেন। এ সময় তিনি পেইচিং অলিম্পিক গেমসের সফলতা কামনা করেছেন। একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, লাওসের শ্রোতারা পিয়েনতিয়ানে সি আর আই'এর এফ এম বেতার থেকে সবচেয়ে দ্রুত পেইচিংয়ের খবর শুনতে পারবেন।

    চীনে লাওস দূতাবাস কেন্দের একটি প্রদর্শনী বক্সে সাংবাদিক রাষ্ট্রদূত ভিছিত সিন্দাভনের পাওয়া নানা ধরণের ক্রীড়া পদক দেখেছেন। রাষ্ট্রদূত খেলাধূলা খুব পছন্দ করেন। মাঝে মাঝে তিনি দূতাবাসের কর্মীদের এবং অন্যান্য রাষ্ট্রদূতদের সঙ্গে গলফ এবং বোলিং খেলেন।

    সাক্ষাত্কালে অলিম্পিক গেমস নিয়ে নিজের অনুভূতি সম্পর্কে ভিছিত বলেন, অলিম্পিক গেমসে শুধুমাত্র ক্রীড়া প্রতিযোগিতা হবে। তা নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের জনগণের ঐক্য প্রদর্শিত হবে। তিনি বলেন,

    অলিম্পক গেমস হচ্ছে বিশ্ব ক্রীড়ার মহাসম্মিলনী। পেইচিং ২০০৮ অলিম্পিক গেমসে এক বিশ্ব এক স্বপ্ন স্লোগ্যান তোলা হয়েছে। এবারের অলিম্পক গেমসের মাধ্যমে মানবজাতির সম্প্রতি, মৈত্রী, ঐক্য ও উন্নয়ন দেখানো যাবে।

    তিনি মনে করেন, পেইচিং ২০০৮ সালের অলিম্পিক গেমসের স্বাগতিক শহর হওয়ায় উন্নয়নশীল দেশগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। তিনি বলেন,

    বিশ্বের বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসেবে চীন এবারের অলিম্পিক গেমস আয়োজন করছে। আমি মনে করি, এটা শুধুমাত্র চীন এবং চীনা জনগণের গর্ব নয়, বিশ্বের সকল উন্নয়নশীল দেশগুলো বিশেষ করে আমদের এশীয় দেশগুলোরও গর্ব। আমি সকল চীনা জনগণের মতো আশা করি, পেইচিং অলিম্পিক গেমস জাঁকজমকপূর্ণ এবং নিজস্ব বৈশিষ্ট্যসম্পন্ন হবে।

    ২০০১ সালে অলিম্পিক গেমস আয়োজনের অধিকার পাওয়ার পর থেকে পেইচিংয়ে নানা ধরণের প্রস্তুতি কাজ চলছে। এখন থেকে ৭ বছর কেটে গেছে। পেইচিংয়ে অনেক পরিবর্তন হয়েছে। ভিছিত চীনে অনেক সময় কাটিয়েছেন। তিনি নিজের উদ্যোগে চীনের ব্যাপক প্রয়াস অনুভব করার চেষ্টা করেছেন। তিনি বলেন,

    আমি মনে করি, চীনের নানা ধরণের প্রস্তুতি কাজ ভালভাবে চলছে। আমি দেখেছি, পেইচিংসহ অলিম্পিক গেমসের সহযোগী শহরগুলোতেও লক্ষ্যণীয় উন্নয়ন হচ্ছে।

    শহরের হার্ডওয়্যার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ছাড়াও, অলিম্পিক গেমস নিয়ে চীনা জনগণের উদ্দীপনা ও প্রচেষ্টা দেখে তিনি খুব আনন্দিত। তিনি বলেন,

    এখানকার বসিন্দাদের ব্যাপক পরিবর্তন হয়েছেন। জনসাধারণ নতুন উদ্যমে শরীর চর্চার ওপর গুরুত্ব দিচ্ছে। নানা ধরণের সেবা-শিল্পের গুণগত মানও ব্যাপক বেড়েছে।

    প্রতিটি অলিম্পক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান খুব আকর্ষণীয় হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত স্বাগতিক দেশগুলোর সংস্কৃতি মানুষের মনে গভীর ছাপ ফেলতে পারে। রাষ্ট্রদূত ভিছিত চলতি বছরের ৮ আগষ্ট অনুষ্ঠেয় পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের প্রতীক্ষায় রয়েছেন। তিনি বলেন,

    আমি বিশ্বাস করি, পেইচিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অবশ্যই মহা সমারোহময় হবে। আমরা সবাই জানি, চীনের গৌরবোজ্জ্বল সংস্কৃতি রয়েছে। মোট ৫৬টি জাতি এবং সুদীর্ঘ ইতিহাস আছে।

    এবারের পেইচিং অলিম্পিক গেমসে লাওসের খেলোয়াড়দের অংশগ্রহণ সম্পর্কে ভিছিত বলেন, পদকের চেয়ে অংশগ্রহণ আরো গুরুত্বপূর্ণ। লাওসের প্রতিনিধি দলের ক্রীড়া ক্ষমতা খুব শক্তিশালী নয়। কিন্তু প্রতিটি খেলোয়াড় সবচেয়ে গভীর আগ্রহ নিয়ে এবারের ক্রীড়া সম্মিলনীতে অংশ নেবেন। তিনি বলেন,

    আমরা খুব শক্তিশালী নই। অলিম্পিক গেমসে পদক পাওয়ার সম্ভাবনা কম। কিন্তু অলিম্পিক গেমসের প্রতি আমাদের আগ্রহ কম নয়।

    সাক্ষাত্কালে পিয়েনতিয়ানে সি আর আই'এর এফ এম বেতারের অনুষ্ঠান সম্পর্কে রাষ্ট্রদূত ভিছিত বলেন,

    এখন অনেকে সি আর আই'এর অনুষ্ঠান শুনতে পছন্দ করি। আমি বিশ্বাস করি, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে লাওসের শ্রোতারা অলিম্পিক সম্পর্কে আরো বেশি জানতে পারছেন। অলিম্পিক গেমসের সময় আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে তরত্তাজা এবং চমত্কার অলিম্পিক খবর শুনতে পারবেন।

    সাক্ষাত্কার শেষে রাষ্ট্রদূত ভিছিত চীনা ভাষায় অলিম্পিক গেমসের প্রতি তাঁর শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন

    পেইচিং ২০০৮ সালের অলিম্পিক গেমসের শুভ কামনা করি। আমি বিশ্বাস করি, চীনের কমিউনিস্ট পার্টি ও সরকারের দৃঢ় নেতৃত্বে এবং সকল চীনা জনগণের সমর্থনে এবারের অলিম্পিক গেমস অবশ্যই সফল হবে। চীনের সুপ্রতিবেশী, ভালো বন্ধু এবং সঙ্গী হিসেবে লাওসের জনগণ পেইচিং ২০০৮ অলিম্পিক গেমসকে সমর্থন করেন। (লিলি)